বাংলাহান্ট ডেস্ক : উচ্চমাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণদের জন্য কাজের সুযোগ রাজ্যে। সম্প্রতি একাধিক পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্যের সমবায় পরিষেবা কমিশন । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি এই সংস্থা Assistant, Field Supervisor পদে কর্মী নিয়োগ (Recruitment) করবে।
কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ
এই পদে নিযুক্তদের মাসে মিলবে ৩৭ হাজার টাকা বেতন। আবেদনের ক্ষেত্রে কারা যোগ্য, আবেদন পদ্ধতি কী, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়স সীমা কত পর্যন্ত, আবেদনের শেষ তারিখ কবে, এই নিয়োগ (Recruitment) সংক্রান্ত বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।
কোন পদে কত নিয়োগ : অ্যাসিস্ট্যান্ট (Assistant), পরিদর্শক (Field Supervisor) পদে ৯২ জন কর্মীকে নিয়োগ করা হবে।
মাসিক বেতন : এই পদে নিযুক্তদের মাসিক সর্বোচ্চ ৩৭ হাজার টাকা বেতন প্রদান করা হবে।
আরোও পড়ুন : “শূন্যের ডাবল হ্যাটট্রিক করেছে”, দিল্লি দখল করে কংগ্রেসকে ধুয়ে দিলেন মোদী, বাদ গেলনা আপ-ও
যোগ্যতা : উচ্চমাধ্যমিক, বি.কম, বিএসসি বা স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যোগ্যতা সম্পর্কিত আরো বিস্তারিত জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা : ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
আরোও পড়ুন : ভেঙে বললেন না কিছুই! সৌরভদের কারখানার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় শিল্পমহল
আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন জানাতে হলে প্রার্থীদের ভিজিট করতে হবে WEBCSC-এর অফিসিয়াল পোর্টালে (webcsc.org)। নির্দিষ্ট লিংকে ক্লিক করে পূরণ করতে হবে আবেদন পত্র। এরপর প্রয়োজনীয় নথি ও পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে মেটাতে হবে আবেদনমূল্য।
নিয়োগ পদ্ধতি : কম্পিউটার বেসড পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা : ইচ্ছুক প্রার্থীরা ৩১/০১/২০২৫ তারিখ থেকে ০১/০৩/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।