বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (Recruitment Case) মামলায় সোমবার ইডি দফতরে হাজির হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক (PA) সুমিত রায়। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবারই তাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (Enforcement Directorates)।
প্রসঙ্গত, ইডি সূত্রে খবর লিপস অ্যান্ড বাউন্ডসে যেই সময় এই সুমিত রায় কাজ করতেন সেই সময় কারা ডিরেক্টর পদে ছিলেন, এছাড়া লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কে তিনি কী কী জানেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা যাচ্ছে সংস্থার একাধিক নথি খতিয়ে দেখার পরই সুমিতকে তলব করে ইডি।
আরও পড়ুন: মটন বিরিয়ানি, চিংড়ি, লুচি থেকে পায়েস-মিষ্টি! পুজোয় প্রেসিডেন্সি জেলে পার্থদের ‘জম্পেশ’ মেনু
এদিন ইডি দফতরে ঢোকার সময় সাংবাদ মাধ্যমের সামনে কোনও কথা বলেননি সুমিতবাবু। ইতিমধ্যেই শুরু হয়েছে বয়ান রেকর্ড পর্ব। প্রসঙ্গত, গত সপ্তাহে অভিষেক মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১০ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার নিষ্পত্তির করার জন্য ইডিকে সময় দিয়েছে। আদালতের নির্দেশের পরই কোমর বেঁধে ময়দানে নেমেছে গোয়েন্দা সংস্থা। তলব করা হয় অভিষেকের পিএ কে।
ওদিকে অভিষেকের আপ্ত সহায়ককে ইডি তলব করার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জোর আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এই সুমিত প্রসঙ্গে শুক্রবার শুভেন্দু বলেন, ‘অভিষেকের পিএ হল কালেক্টর। ফলের ঝুড়িতে টাকা আসত। আর সেই টাকা গুছিয়ে রাখত সুমিত। ইডি একেবারে সঠিক জায়গায় হাত দিয়েছে। তদন্ত ঠিক পথে এগোচ্ছে। সুমিতকে চেপে ধরলেই সব সত্যি সামনে আসবে।’