বাংলাহান্ট ডেস্ক : ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (Mazagon Dock Shipbuilders Limited) প্রায় ৫০০টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে। ভারতীয় নৌ সেনাবাহিনীর জন্য যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, খনিজ তেল উত্তোলনের বিশেষ জাহাজ তৈরি করে এই সংস্থা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে মোট ৪৬৬টি আসনের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
এই অ্যাপ্রেন্টিসদের নেওয়া হবে ১৬ টি ট্রেডে। ট্রেনিংয়ে নিযুক্ত প্রার্থীদের ২৪ মাসের জন্য গ্রুপ এ, ১২ মাসের জন্য গ্রুপ বি ও ২৪ এবং ১৫ মাসের জন্য গ্রুপ সি তে ট্রেনিং দেওয়া হবে। সংস্থার পক্ষ থেকে এই ট্রেনিং দেওয়া হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১–র অধীনে।
গ্রুপ এ: এই ক্যাটাগরিতে মোট পদের সংখ্যা ১৮৮টি। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুই বছরের সময়সীমায় ইলেক্ট্রিশিয়ান, ড্রাফটসম্যান মেকানিক্যাল, ফিটার, স্ট্রাকচারাল ফিটার, পাইপ-ফিটার ট্রেডে নিয়োগ করা হবে।
গ্রুপ বি: গ্রুপ বি তে পদের সংখ্যা মোট ২২৫টি। আবেদনকারী প্রার্থীর অবশ্যই আইআইটি সার্টিফিকেট থাকতে হবে। ইলেক্ট্রিশিয়ান, স্ট্রাকচারাল ফিটার, ইলেক্ট্রনিক মেকানিক, পাইপ-ফিটার, ইনফর্মেশন কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স (আইসিটিএসএম),রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার-কন্ডিশনিং(আরএসি), কার্পেন্টার, কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (সিওপিএ) এবং ওয়েল্ডার ট্রেডে প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে।
গ্রুপ সি: এই ক্যাটাগরিতে মোট পদের সংখ্যা ৫৩ টি। আবেদনকারী প্রার্থীদের বিজ্ঞান ও অংক নিয়ে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। রিগার এবং ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ট্রেডে ট্রেনিং দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগের ক্ষেত্রে রয়েছে তিনটি ধাপ। প্রথম ধাপে প্রার্থীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপে অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাই হবে ও তৃতীয় ধাপে হবে স্বাস্থ্য পরীক্ষা। আগামী আগস্ট মাসে এই পরীক্ষা হবে মুম্বই, পুনে, থানে, ঔরঙ্গাবাদ, লাটুর, নাগপুর, কোলহাপুর এবং নাসিকে।
আবেদন মূল্য বাবদ প্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে। কোনও রকম আবেদন মূল্য লাগবে না তফশিলি জাতি-উপজাতি প্রার্থী এবং বিশেষভাবে শারীরিক সক্ষমদের। https://mazagondock.in – এই ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আগামী ২৬ শে জুলাই এর মধ্যে আবেদন করতে পারবেন।