বাংলাহান্ট ডেস্ক : চুক্তির ভিত্তিতে ফের একবার কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সংস্থার। শিক্ষানবিশ পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার, কার্পেন্টার-সহ একাধিক ট্রেডে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কারা করতে পারবেন আবেদন? শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? আবেদনের সময়সীমা কত? এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সংস্থার
নিয়োগকারী সংস্থা: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।
মোট শূন্যপদের সংখ্যা: নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে মোট ২২৮টি শূন্য পদে নিয়োগ করা হবে।
কোন কোন পদে নিয়োগ: ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড একাধিক ট্রেডে মোট ২২৮ জনকে নিয়োগ (Recruitment) করবে। যেগুলির মধ্যে রয়েছে – ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার, কার্পেন্টার-সহ একাধিক ট্রেড।
বয়সসীমা: সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
আরোও পড়ুন : ৪ জেলায় বিরাট সতর্কতা! আবার শুরু শীতের ইনিংস? কলকাতায় একধাক্কায় কমল ১.২ ডিগ্রি
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম দশম শ্রেণী উত্তীর্ণ হতেই হবে প্রার্থীকে। তার সাথে থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র।
মাসিক ভাতা: প্রতিটি শিক্ষানবিশকে প্রতি মাসে নির্দিষ্ট ভাতা প্রদান করা হবে সংস্থার পক্ষ থেকে।
নিয়োগ পদ্ধতি: ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে প্রার্থীদের। অনলাইনে ইচ্ছুক প্রার্থীর আবেদন জানাতে পারেন। অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ রা ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।