বাংলাহান্ট ডেস্ক : আপনারা কি রেলের (Indian Railways) চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। জানা গেছে, 1202 টি শূন্যপদে সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (Assistant Loco Pilot, Trains Manager) পদে নিয়োগ করতে চলেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। গোটা ভারত থেকেই আবেদন করা যাবে এই শূন্য পদে। চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিজ্ঞপ্তি নম্বর : SER/P-HQ/RRC/GDCE/2024
পদের নাম : সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার পদে নিয়োগ করবে সাউথ ইস্টার্ন রেলওয়ে।
আরোও পড়ুন : ছেড়েছিলেন গুগ্ল-সহ বহু সংস্থা! ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী CEO নিকেশের স্যালারি জানেন?
শূন্য পদের সংখ্যা : লোকো পাইলট, ট্রেন ম্যানেজার পদের জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে নিয়োগ করবে ১২০২টি শূন্য পদে।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এই পদগুলিতে আবেদন করার জন্য। তার সাথে থাকতে হবে ITI ও ডিপ্লোমা করা সার্টিফিকেট।
বয়সসীমা : 01/07/2024 তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪২ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা 3 বছরের ও SC/ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে।
আরোও পড়ুন : ৭০ মিনিট আগেই হাওড়া থেকে ছেড়ে দেবে বন্দে ভারত! কখন কোন স্টেশনে থামবে? জানুন সময়সূচী
বেতন : ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদন করার জন্য ভিজিট করুন https://appr-recruit.co.in/- এই ওয়েবসাইটে।
নিয়োগ পদ্ধতি : কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, বুদ্ধিমত্তার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন মূল্য : এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ : 12/06/2024