দ্বাদশ পাসদের জন্য সুখবর নিয়ে এল psc

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য সরকার খাদ্য প্রক্রিয়াকরন ও উদ্যান পালন-এ প্রযুক্তি সহায়ক নিয়োগ করতে চলেছে। পাব্লিক সার্ভিস কমিশনের মাধ্যমে হতে চলেছে এই নিয়োগ। পি এস সি এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে মোট ২০টি পদে হবে এই নিয়োগ। বিজ্ঞান শাখায় দ্বাদশ পাস বা উদ্যান পালনের ভোকেশনাল কোর্স করা থাকলেই করা যাবে আবেদন। আবেদনে শেষ দিন আগামী ১৫ জানুয়ারি ২০২০।  ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেলে পরবর্তী ধাপে পৌছানো যাবে। এস.সি ,  এস.টি ও  ও.বি.সি প্রার্থীদের যথাক্রমে ৩৫, ৩০ ও ৩৮ শতাংশ নম্বর নির্দিষ্ট করা হয়েছে। বেতন ৫৪০০ থেকে ২৫,০০০ পর্যন্ত।

horticulture 500x500 1

রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন অঞ্চলে যে সবুজায়ন ও সৌন্দর্যায়নের লক্ষ্য নিয়েছে সেই লক্ষ্যের কথা মাথায় রেখেই এই নিয়োগ। এর ফলে রাজ্যে সবুজায়ন আরো দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পরে রাজ্যে হতে চলেছে এই নিয়োগ।

জেনে নিন বিশদে

1528130692145

আবেদন করার শেষ তারিখঃ ১৫ জানুয়ারি ২০২০

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

পদঃ খাদ্য প্রক্রিয়াকরন ও উদ্যান পালন-এ প্রযুক্তি সহায়ক

শূন্যপদ– ২০

শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান শাখায় দ্বাদশ পাস বা উদ্যান পালনের ভোকেশনাল কোর্স , বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে(পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে নেপালি) ,

জাতীয়তাঃ ভারতীয়

আবেদন মূল্যঃ ১৬০

নির্বাচনের পদ্ধতিঃ লিখিত

ওয়েবসাইটঃ  http://pscwbapplication.in/

সম্পর্কিত খবর