বাংলাহান্ট ডেস্ক: পুজোর মুখে বড় সুখবর চাকরি প্রার্থীদের জন্য। লিখিত পরীক্ষা ছাড়াই এবার নিয়োগ হতে চলেছে একাধিক পদে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট দিনে পৌঁছে অংশগ্রহণ করুন ইন্টারভিউয়ে। চলুন জেনে নেব কোন পদে নিয়োগ হতে চলেছে।
একাধিক শুন্যপদে নিয়োগ হবে বেলেঘাটার আইডি হাসপাতালে। ইতিমধ্যেই কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এই নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নেব এই পদে আবেদনের বিস্তারিত। প্রধানত ফেসিলিটি ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।
আরোও পড়ুন : ভোর ভোর ঠাকুর দেখার প্ল্যান? তাহলে পঞ্চমী-ষষ্ঠীতেও মেট্রোই হোক আপনার সফরসঙ্গী, দেখুন টাইমটেবিল
এই পদে কর্মী নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ৬ নভেম্বর এই ইন্টারভিউ হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল প্রার্থীরা এই পদে কাজ করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট তারিখে যাতে বেলেঘাটা আইডি হাসপাতালে উপযুক্ত নথি সহ হাজির হয়ে যান। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা চারটি।
আরোও পড়ুন : এক্কেবারে ভোলবদল মেট্রোর টিকিটে! নতুনগুলিতে কী সুবিধা পাবেন? জানলে আনন্দে আত্মহারা হবেন
মাসিক বেতন দেওয়া হবে ১৪ হাজার টাকা। এই নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে। পরবর্তীকালে প্রয়োজনে বৃদ্ধি করা হতে পারে চুক্তির মেয়াদ। এই বিজ্ঞপ্তিতে প্রার্থীদের যোগ্যতার ব্যাপারটিও বলে দেওয়া হয়েছে। অ্যালোপ্যাথি বিভাগে মেডিক্যাল প্র্যাকটিশনার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।
এই পদে অগ্রাধিকার দেওয়া হবে অনূর্ধ্ব ৬৫ বছর বয়সী প্রার্থীদের। আবেদনের আগে অবশ্যই ভালো করে পড়ে নিন সম্পূর্ণ বিজ্ঞপ্তি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনারা রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।