এবার মাধ্যমিক পাশেই হয়ে যাবে চাকরি! কাজের সুযোগ দিচ্ছে DRDO, কিভাবে আবেদন করবেন?

বাংলাহান্ট ডেস্ক : অ্যাপ্রেন্টিস আইন অনুসারে অসংখ্য প্রার্থীকে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে DRDO। মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে একাধিক পদে। ১ বছরের প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা আরো সুদক্ষ হয়ে উঠবেন নিজেদের ট্রেডে। যার ফলে আগামী দিনে চাকরি পাওয়ার ক্ষেত্রে থাকবে বড় নিশ্চয়তা।

নিয়োগ (Recruitment) শুরু DRDO তে

একাধিক পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ (Recruitment) করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি (DRDL)। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে DRDO -র হায়দ্রাবাদ শাখা। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এই পদে। তার সাথে প্রার্থীর থাকতে হবে ভোকেশনাল প্রশিক্ষণের অন্তর্গত ITI যোগ্যতা।

Recruitment in DRDO

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিটার, টারনার, মেসিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, অ্যাটেনডেন্ট অপারেটর, কম্পিউটার অপারেটর, পেইন্টার, বুক বাইন্ডার এবং ফানড্রিম্যান পদে প্রশিক্ষণ দেওয়া হবে প্রার্থীদের। ভারত সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে প্রার্থীদের সুযোগ করে দেওয়া হবে প্রশিক্ষণের জন্য।

আরোও পড়ুন : স্যালাইনকাণ্ডে তোলপাড় রাজ্য! সাসপেনশন বাতিলের আর্জি নিয়ে এবার হাইকোর্টে চিকিৎসক

প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে ভাতা পাবেন ভারত সরকারের পক্ষ থেকে। ১ বছরের প্রশিক্ষণ শেষে মিলবে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট। এই সার্টিফিকেট আগামীদিনে প্রার্থীদের চাকরি (Job) পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বড় সংস্থায় কাজের ক্ষেত্রে বর্তমানে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট খুবই তাৎপর্যপূর্ণ।

Recruitment in DRDO

আবেদন করার জন্য প্রার্থীদের ভিজিট করতে www.apprenticeshipindia.gov.in -এ। অনলাইনে রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে আবেদন পত্র। আবেদন পত্র পূরণের সাথে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি ও পাসপোর্ট সাইজের ছবি। আবেদন জানানোর শেষ তারিখ ৩১শে জানুয়ারি, ২০২৫। এই প্রশিক্ষণ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর