বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বড় সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। যারা চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ (Recruitment) হতে চলেছে দুটি গুরুত্বপূর্ণ পদে। ফুড ইন্সপেক্টর (Food Inspector) ও ফুড সেফটি অফিসার (Food Safety Officer) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে GPSC দপ্তর। এই পদ দুটিতে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জেনে নেব।
ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার পদে নিয়োগ (Recruitment)
বিজ্ঞপ্তি নম্বর: 8/2024-25
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 08/07/2024
পদের নাম: GPSC দপ্তরে ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার
আরোও পড়ুন : ওমা সে কী! এবার টিকিট থাকলেও ট্রেন থেকে নামাতে পারে টিটি! রেলের এই নতুন নিয়ম জানেন?
মোট শূন্য পদের সংখ্যা: ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার পদে মোট তিনজনকে নিয়োগ (Recruitment) করা হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার পদে।
বেতন: ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার পদে বেতন হবে মাসিক ৩৯,৯০০ থেকে ১,২৬,৬০০ টাকা পর্যন্ত।
আরোও পড়ুন : এ কী! পুরো কপি পেস্ট করল রাধিকা! ফুলের ওড়নার আসল উৎস কলকাতার শিল্পীর! কেসটা কী?
নিয়োগ পদ্ধতি: লিখিত (প্রিলিমিনারি, মেইন পরীক্ষা) ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ (Recruitment) হবে ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার পদে।
পরীক্ষা পদ্ধতি: মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের MCQ বা অবজেক্টিভ প্রশ্ন আসবে। মেইন পরীক্ষায় ২০০ নম্বরের MCQ বা অবজেক্টিভ প্রশ্ন থাকবে। এই দুটি পরীক্ষাতেই ১২০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।
আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন জানানোর শেষ তারিখ: 22/07/2024