বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের একবার সুখবর আনল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার নিয়োগ (Recruitment) হতে চলেছে একটি বিশেষ পদে। মূলত উচ্চ শিক্ষিতদের জন্য রাজ্যে বড় চাকরির সুযোগ নিয়ে আসল সরকার। এই পদে নিয়োগ (Recruitment) পেলে পেয়ে যাবেন মোটা অংকের বেতন। এছাড়াও থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা।
কর্মী নিয়োগ (Recruitment) সংক্রান্ত বিস্তারিত জানুন
কর্মী নিয়োগ (Recruitment) করা হবে রাজ্য সরকারি প্রতিষ্ঠানে। হাওড়ার যোগাশ্রী যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রিন্সিপাল-সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা ১টি। এই পদে নিয়োগ (Recruitment) করা হবে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তিকে। স্নাতক ডিগ্রি থাকতে হবে ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগিক সায়েন্সে।
আরোও পড়ুন : পেনশন নিয়ে এবার নো টেনশন! মাস গেলে পাবেন ২০ হাজার টাকা, ধামাকাদার স্কিম পোস্ট অফিসের
এছাড়াও ১০ বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা বাঞ্ছনীয় এই পদে আবেদন করার ক্ষেত্রে। পাশাপাশি সাবলীলভাবে বাংলা ভাষা বলতে জানতে হবে। এই পদে অনূর্ধ্ব ৫৫ বছর বয়সী ব্যক্তিকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রতি মাসে সাম্মানিক হিসেবে প্রদান করা হবে ১,২৩,১০০ টাকা থেকে ১,৯১,১০০ টাকা। নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে এই নিয়োগ (Recruitment) করা হবে।
এই পদে নিয়োগের (Recruitment) ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থী বাছাই করা হবে অভিজ্ঞতা ও মেধা যাচাই করে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন জমা দিতে পারেন অনলাইনে। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। ২১ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে আবেদন পত্র।