একাধিক পদ, মাসে মোটা বেতন! ১৭০০ বেশি নয়া কর্মসংস্থানের পরিকল্পনা ইন্ডিয়ান অয়েলের

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ হতে চলেছে ইন্ডিয়ান অয়েলে। ডাটা এন্ট্রি অপারেটর, ট্রেড অ্যাপ্রেন্টিস এবং অন্যান্য বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সবমিলিয়ে শূন্য পদের সংখ্যা মোট 1720টি। যে সকল প্রার্থীরা আবেদনের জন্য ইচ্ছুক তাদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। চলুন আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নেব নিয়োগের বিস্তারিত।

কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 11 টি বিভিন্ন পদে 1720 জনকে নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা নিচে দেখে নিন:

Trade Apprentice (Fitter) – 189, Trade Apprentice (Attendant Operator) – 421, Trade Apprentice Boiler (Mechanical) – 59, Technician Apprentice (Mechanical) – 169, Technician Apprentice (Chemical) – 345, Technician Apprentice (Electrical) – 244, Trade Apprentice (Secretarial Assistant) – 79, Technician Apprentice (Instrumentation) – 93, Trade Apprentice (Accountant) – 39, Trade Apprentice (Data Entry Operator) (Skill Certificate Holders) – 33, Trade Apprentice (Data Entry Operator) – 49।

আরোও পড়ুন : মাইনাস ২০০ ডিগ্রিতেও ছিল অ্যাক্টিভ! ল্যান্ডার রোভার নিয়ে চমকে দেওয়া তথ্য ISRO’র, ফের ঘুম ভাঙার ইঙ্গিত ?

যোগ্যতা: পদ অনুযায়ী যোগ্যতা ভিন্ন। যোগ্যতার ব্যাপারে জানার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিজ্ঞপ্তি দেখার অনুরোধ করা হচ্ছে।

বেতন: পদ অনুযায়ী বেতন কাঠামো আলাদা। বিস্তারিত জানার জন্য বিজ্ঞাপ্তি দেখুন। তবে মাসিক ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রথমে।

West Bengal Job Notice

 

আবেদন পদ্ধতি: আবেদন জানানোর জন্য প্রথমে প্রার্থীদের যেতে হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর মূল আবেদন লিংকে ক্লিক করে সরাসরি আবেদন জানাতে হবে। প্রয়োজনীয় নথি, ছবি, স্বাক্ষর সহ আবেদন করার পর মেটাতে হবে আবেদন ফি।

আবেদনের সময়সীমা: 21/10/2023 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। 20/11/2023 তারিখ পর্যন্ত আবেদন জানানো যাবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর