বাংলাহান্ট ডেস্ক : আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। রাজ্যের মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্পে নিয়োগ (Recruitment) হতে চলেছে কর্মী। কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে মিড-ডে-মিল (Mid Day Meal) প্রকল্পে। এই প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে ব্লক দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে। পুরুষ এবং মহিলা উভয়ই এখানে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি বন্ডে চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে।
মিড-ডে-মিল (Mid Day Meal) প্রকল্পের এই পদের বিস্তারিত আলোচনা
বিজ্ঞপ্তি নম্বর : 2095/KHT
পদের নাম : Mid-Day Meal Assistant Accountant
আরোও পড়ুন : ১ ঘন্টার কাজ, মিলবে ৫ হাজার! সত্যিই? জনপ্রিয় এই সংস্থা দিচ্ছে সুযোগ! কীভাবে পাবেন চাকরি?
শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১টি শূন্য পদে এই নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা : মিড-ডে-মিল (Mid Day Meal) প্রকল্পের এই পদে আবেদনের জন্য প্রার্থীর অতীতে যেকোনও সরকারি দপ্তরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। একই সাথে আবেদনকারীকে বাঁকুড়া (Bankura) জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আরোও পড়ুন : চুপ করে থাকার দিন শেষ! RG Kar ইস্যুতে বিস্ফোরক উন্মেষ থেকে উষা! ধুয়ে দিলেন সরকারকে
বেতন : নিয়োগকৃত প্রার্থীকে প্রতি মাসে বেতন বাবদ দেওয়া হবে ১১ হাজার টাকা।
বয়স সীমা : ১ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৬৩ বছর বয়সী প্রার্থীরা মিড-ডে-মিল (Mid Day Meal) প্রকল্পের এই পদে আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি : প্রার্থীদের অফলাইন মাধ্যমে মুখ বন্ধ খামে আবেদন জানাতে হবে। অফিশিয়াল নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। তারপর সেই আবেদনপত্র প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : Block Development Officer, Khatra, District- Bankura।
গুরুত্বপূর্ণ তারিখ : ৬ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত মিড-ডে-মিল (Mid Day Meal) প্রকল্পের এই পদের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে।