বেতন ১৮০০০ টাকা, মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরি! এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বিদ্যালয়ে একাধিক এমটিএস পদে নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে আমরা এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি সম্পর্কে নিচে আলোচনা করা হল।

নিয়োগ করবে যে প্রতিষ্ঠান: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ( National Institute Of Open Schooling )

বিজ্ঞপ্তি নম্বর: NIOS/RC/04/2023

শূন্য পদের সংখ্যা: মোট ৬২টি পদে নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ( National Institute Of Open Schooling )

আরোও পড়ুন : উত্তরবঙ্গ যাওয়ার আর রইল না চিন্তা, কাঞ্চনকন্যা এক্সপ্রেস নিয়ে বড় সিদ্ধান্ত রেলের! এবার চলবে এই রুট দিয়ে

পদের নাম: নিয়োগ করা হবে গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C- তিন বিভাগে।

১.Assistant Director,Deputy Director, Academic Officer ( Group – A ).

২.Graphic Artist, EDP Supervisor, Junior Engineer, Section Officer, Public Relation Officer ( Group – B ).

৩.Junior Assistant, Multi Tasking Staff, Stenographer, Assistant ( Group- C).

আরোও পড়ুন : পেঁয়াজের দাম নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, এই দিন থেকে হু হু করে কমবে রেট! স্বস্তিতে আমজনতা

শিক্ষাগত যোগ্যতা: তিনটি বিভাগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। Group A বিভাগে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাস্টার ডিগ্রির অধিকারী হতে হবে। Group B বিভাগে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা হল স্নাতক উত্তীর্ণ। Group C বিভাগে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়া নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এমটিএস পদের জন্য।

বয়সসীমা: Group A বিভাগে ৪২ বছর, Group B বিভাগে ৩৭ বছর এবং Group C বিভাগের জন্য সর্বোচ্চ ২৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে ফর্ম। তারপর প্রয়োজনীয় আবেদনমূল্য মিটিয়ে সাবমিট করতে হবে ফর্ম। বিস্তারিত বিবরণের জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

MA, BEd, graduates sat for the fourth grade staff recruitment test in west bengal

আবেদন মূল্য: GROUP A(UR/OBC) – 1500/-, GROUP B & GROUP C ( UR/OBC ) -1200/-, GROUP A – ( SC/ST/EWS ) – 750/-, GROUP B(SC/ST) – 750/-, GROUP B & C (EWS) – 600/-, GROUP C( SC/ST) – 500/-

আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর, ২০২৩

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর