চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রেলের তরফে জারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করল রেলওয়ে। উত্তর-পূর্ব সীমান্ত রেল অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ৯টি  বিভাগ মিলিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেল মোট ১৮৫৬ জনকে নিয়োগ করতে চলেছে। অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলের তরফে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলে কর্মী নিয়োগ (Recruitment)

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে হবে এই নিয়োগ (Recruitment)। পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পেতে পারে চুক্তির মেয়াদ। এই পদে কারা আবেদনের যোগ্য, কোন কোন পদে হবে নিয়োগ, আবেদনকারীর যোগ্যতা কী লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, এই নিয়োগ (Recruitment) সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

আরোও পড়ুন : বিতর্কিত ব্যক্তিজীবন, রহস্যে ঘেরা মৃত্যু, বড়পর্দায় মহুয়াকে ফুটিয়ে তুলবেন এই জনপ্রিয় নায়িকা

নিয়োগকারী সংস্থা : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে)।

কোন কোন বিভাগে নিয়োগ : বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্তদের কাজ করতে হবে ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কমার্শিয়াল, অপারেটিং, এসএনটি, মেডিক্যাল, স্টোর্স, পার্সোনেল বিভাগে।

মোট শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯টি বিভাগ মিলিয়ে মোট ১৮৫৬ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

আরোও পড়ুন : দেওয়ালে ঠেকল পিঠ! কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল CBI, ঘুরে যাবে খেলা?

আবেদনের যোগ্যতা : সর্বোচ্চ ৬৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রার্থীরা আবেদনের যোগ্য। যে পদে প্রার্থী আবেদন করবেন সেই পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। রেলের এই নিয়োগের যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।

Recruitment in rail and job vacancy update

আবেদন পদ্ধতি : আবেদন জানানোর জন্য প্রার্থীকে ভিজিট করতে হবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ওয়েবসাইটে। সেখানে ‘হোমপেজ’ থেকে পেয়ে যাবেন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য। নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন পত্র ও যাবতীয় ডকুমেন্টস জমা করতে হবে প্রার্থীকে।

আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত আবেদন জানানো যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর