বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। এবার কলকাতার অন্যতম সেরা চিকিৎসা প্রতিষ্ঠান এসএসকেএম নিয়ে এল কাজের সুযোগ। আপনি যদি স্নাতক উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনার জন্য কাজের সুযোগ করে দিচ্ছে সরকারি এই প্রতিষ্ঠান। কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? আবেদন পদ্ধতি কী?
নিয়োগ (Recruitment) সংক্রান্ত সবকিছু জেনে নেব আজকের প্রতিবেদনে।
আপনি কি স্নাতক উত্তীর্ণ? তাহলে আপনার জন্য কাজের সুবর্ণ সুযোগ রয়েছে এসএসকেএম হাসপাতালে। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর) অর্থাৎ এসএসকেএম হাসপাতালে সেন্টার অফ এক্সেলেন্সের একটি প্রকল্পে নিয়োগ (Recruitment) করা হবে ডেটা এন্ট্রি অপারেটর।
আরোও পড়ুন : সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত! পুজোর আগেই নয়া উদ্যোগ রাজ্যের
মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১ টি। নূন্যতম স্নাতক উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে। পাশাপাশি নূন্যতম মেডিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত প্রতিষ্ঠানে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নূন্যতম ১ বছরের কম্পিউটার কোর্স করেছেন এমন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগের (Recruitment) ক্ষেত্রে।
আরোও পড়ুন : সঙ্গে রাখুন জাস্ট হাজার টাকা! এই দেশে গেলেই হয়ে যাবে ৩ লাখ! এত্ত সস্তায় ফরেন ট্যুর করবেন তো?
সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, SSKM অর্থাৎ Institute of Post Graduate Medical Education and Research কর্মরত প্রার্থীকে প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ২৯,২০০ টাকা। ২ মাসের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে বলে জানানো হয়েছে। ডাকযোগে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত আবেদন পত্র পূরণ করে সেটি ডাকযোগে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এই আবেদনপত্রের সাথে বায়োডেটা সহ অন্যান্য কিছু ডকুমেন্ট পাঠাতে হবে ডাকযোগে। এই পদে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। নিয়োগ (Recruitment) সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।