বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীরা আজকাল অনেকেই চাইছেন শিক্ষানবিশ হিসাবে কোনো সংস্থায় কাজ করে অভিজ্ঞতা বৃদ্ধি করতে। সেই সকল প্রার্থীদের জন্য কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল (Ircon International Limited)।
কর্মী নিয়োগ (Recruitment) ইরকন ইন্টারন্যাশনালে
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন সাইটে নিযুক্তদের দেওয়া হবে প্রশিক্ষণ। অনলাইন এবং অফলাইন, দুই মাধ্যমেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থা নিয়োগ (Recruitment) করতে চলেছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা) বা শিক্ষানবিশ পদে।
মোট ৩০টি শূন্যপদে (Vacancy) নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সিভিল, ইলেক্ট্রিক্যাল এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন প্রার্থীরা। এক বছর ধরে চলবে প্রশিক্ষণ। ১৮ থেকে ৩০ বছর বয়সীরা আবেদনের যোগ্য অ্যাপ্রেন্টিস পদে। বয়সের ঊর্ধসীমার ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
আরোও পড়ুন : বছরের প্রথম তুষারপাত! সাদা বরফের চাদরে মুড়েছে লাচেন, আনন্দে আত্মহারা পর্যটকরা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা) পদে নিযুক্তদের প্রতি মাসে ১০,০০০ টাকা এবং ৮,০০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা হোল্ডাররা আবেদনের যোগ্য উল্লিখিত পদে। সংস্থার ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীদের জানাতে হবে আবেদন।
তারপর উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যাবতীয় নথি। অনলাইন মাধ্যমে আগামী ১৫ জানুয়ারি ও অফলাইনে ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। যে সকল প্রার্থীরা আবেদন জানাবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেধা যাচাই করে নিয়োগ করা হবে পদে। এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।