বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর আনল ইউকো ব্যাংক। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক শতাধিক পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিযুক্তদের দেশের (India) বিভিন্ন স্থানে পোস্টিং দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
ইউকো ব্যাংকে (UCO Bank) কর্মী নিয়োগ (Recruitment)
নির্বাচিত প্রার্থীদের ‘প্রবেশন’-এ রাখা হবে ২ বছর। তারপর কাজের অভিজ্ঞতা দেখে দেওয়া হবে ‘কনফার্মেশন।’ ইউকো ব্যাংক কোন কোন পদে কর্মী নিয়োগ (Recruitment) করতে চলেছে? মোট শূন্য পদের (Vacancy) সংখ্যা কত? আবেদনের শেষ তারিখ কবে? ইউকো ব্যাংকের এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
পদের নাম: বিজ্ঞপ্তি অনুযায়ী ইউকো ব্যাংক নিয়োগ করতে চলেছে লোকাল ব্যাঙ্ক অফিসার (এলবিও) পদে।
মোট শূন্যপদের সংখ্যা: কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে মোট ২৫০ জনকে নিয়োগ করা হবে এলবিও পদে।
আরোও পড়ুন : আচমকাই “উধাও” IIT বাবা! মহাকুম্ভ ত্যাগ করলেন অভয় সিং? প্রকাশ্যে এল “আসল সত্য”
কোথায় কোথায় পোস্টিং হবে: LBO পদে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে গুজরাত, মহারাষ্ট্র, অসম, কর্নাটক, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড, মেঘালয়, কেরল, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে।
বয়সসীমা : ২০ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই পদে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
আরোও পড়ুন : “হাঁ” করে তাকিয়ে দেখবে গোটা বিশ্ব! সমুদ্রের নিচে ২৫০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন, কতদূর এগোল কাজ?
মাসিক বেতন: নিযুক্তদের প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কিত আরো বিশদে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ার অনুরোধ রইল।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন মূল্য বাবদ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১৭৫ টাকা ও অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৮৫০ টাকা জমা দিতে হবে। অনলাইন পরীক্ষা, নথি যাচাই, স্থানীয় ভাষায় পারদর্শিতার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে প্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।