শুধুমাত্র ইন্টারভিউতে পাশ করলেই চাকরি পাকা! এই পদগুলির জন্য লোক নিচ্ছে কল্যানী AIIMS

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কল্যাণী AIIMS-এ। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ৬ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। সারাদেশ থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদগুলিতে। চাকরি পাওয়ার পর উপযুক্ত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে AIIMS, কল্যানীতে। জানানো হয়েছে এই নিয়োগ হতে চলেছে এক বছরের চুক্তির মাধ্যমে।

এই প্রতিবেদনে আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হল। www.becil.com-এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদনের পর আবেদন মূল্য হিসেবে UR, Women এবং OBC দের 885 টাকা এবং বাকি প্রার্থীদের 531 টাকা জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ 10.10.2023।‌

আরোও পড়ুন : কপাল খুলে গেল বহু কর্মহীনের! পুজোর আগে এই কার্ডের মাধ্যমে চাকরি পেলেন অনেক যুবক

বিজ্ঞপ্তি নম্বর: BECIL/HRMS/AIIMS Kalyani/Advt.2023/379

বিজ্ঞপ্তির তারিখ: 22.09.2023

১.পদের নাম: Technical Officer (Dental)/ Dental Technician

শূন্য পদের সংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর ডেন্টাল হাইজিনে ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীর। একইসাথে থাকতে হবে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।

বেতন: এই পদের জন্য মাসিক বেতন 50,600 টাকা।

 

২. পদের নাম: ডায়েটিসিয়ান / Dietician

শূন্য পদের সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর নিউট্রিশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে M. Sc থাকতে হবে। তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীর আবেদন করতে পারবেন।

বেতন: 52,300 টাকা প্রতি মাসে

আরোও পড়ুন : ব্যাঙ্কের ছুটি নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল RBI’র! জেনে নিন কবে হতে চলেছে ঈদ-ই-মিলাদের ছুটি

৩. পদের নাম: লাইব্রেরিয়ান গ্রেড III/ Librarian Grade-III

শূন্য পদের সংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরী সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ। এরসাথে থাকতে হবে দুই বছর কাজের অভিজ্ঞতা

বয়সসীমা: যাদের বয়স ৩৫ বছরের মধ্যে তারা আবেদনের যোগ্য।

বেতন: 50,600 টাকা প্রতি মাসে

problem with job interviews 3a81e363994dd204dcc55f88982c3231990c7086039a9b7aacccbd0cb3d136ab9812fe6c5c8c6ba8f1d04085ce21c9d6cc7bbbbbe7b8757baa371af23e444f00

৪. পদের নাম: লাইব্রেরিয়ান গ্রেড II/ Librarian Grade-II

শূন্য পদ: ১টি

শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরী সায়েন্স নিয়ে মাস্টার্স। এর সাথে থাকতে হবে দুই বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার টাইপিং করার ক্ষমতা।

বয়স: ৩৫ বছরের মধ্যে

বেতন: 50,600 টাকা প্রতি মাসে

 

 

 

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর