বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন চাকরির সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের জন্য। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সাম্প্রতি প্রকাশ করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) (Damodar Valley Corporation)। এই বিজ্ঞপ্তিতে ডিভিসি জানিয়েছে, দেড়শর অধিক পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
এগজ়িকিউটিভ ট্রেনি (মেকানিক্যাল), এগজ়িকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রিক্যাল), এগজ়িকিউটিভ ট্রেনি (সিভিল), এগজ়িকিউটিভ ট্রেনি(সি অ্যান্ড আই), এগজ়িকিউটিভ ট্রেনি (আইটি) এবং এগজ়িকিউটিভ ট্রেনি (কেমিক্যাল) পদে নিয়োগ করতে চলেছে ডিভিসি। মোট ১৭৬ টি শুন্যপদে এই নিয়োগ করা হবে। ২৯ বছর বয়সের মধ্যেকার প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
আরোও পড়ুন : অবিশ্বাস্য! মাত্র ৮৮৩ টাকায় বিমান সফর! এও কী সত্যিই? দুর্দান্ত এক অফার দিচ্ছে এই সংস্থা
৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা হবে মাসিক বেতন। সংশ্লিষ্ট বিষয়ে বা সম্পর্কিত বিষয়ে নূন্যতম ৬৫% নম্বর সহ স্নাতক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তার সাথে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ২০২৩-এর গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ। এই পদগুলিতে প্রার্থী বাছাই হবে ২০২৩-এর গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তারপর নথি যাচাই এর মাধ্যমে দেওয়া হবে নিয়োগ (Recruitment)।
যারা আবেদনে ইচ্ছুক তাদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন মূল্য বাবদ অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৩০০ টাকা প্রদান করতে হবে। আবেদন মূল্য লাগবে না সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের। আগামী ৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। দামোদর ভ্যালি কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে ভালো করে বিজ্ঞপ্তি পড়ে আবেদন করবেন।