মিস করবেন না সুযোগ! দশম শ্রেণি পাশেই ভারতীয় ডাক বিভাগে মিলবে চাকরি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় সুসংবাদ সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ভারতীয় ডাক বিভাগে বিপুল চাকরির (Recruitment) সুযোগ রয়েছে। মূলত, গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ প্রক্রিয়া (Recruitment) শুরু হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

ভারতীয় ডাক বিভাগে বিপুল চাকরির (Recruitment) সুযোগ:

মোট শূন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে শূন্যপদের (Recruitment) সংখ্যা হল ৪৪,২২৮ টি।

Recruitment Indian Postal Department is recruiting for huge vacancies.

কোন কোন রাজ্যে হচ্ছে নিয়োগ: এই পদে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়াণা, হিমাচল প্রদেশ, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে নিয়োগ প্রক্রিয়া (Recruitment) সম্পন্ন হবে।

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে, দশম শ্রেণি পাশ করলেই ইচ্ছুক প্রার্থীর আবেদন করতে পারেন। পাশাপাশি, দশম শ্রেণিতে গণিত ও ইংরেজি বিষয় থাকতে হবে। জানিয়ে রাখি, আবেদনকারীদের সাইকেল চালানোও জানতে হবে।

আরও পড়ুন: কবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত? রাখঢাক না রেখে এবার জানিয়ে দিলেন হিটম্যান

বয়স: আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় প্রদান করা হবে।

নিয়োগ পদ্ধতি: মূলত, দশম শ্রেণির মেধার পরিপ্রেক্ষিতে নির্বাচন করা হবে প্রার্থীদের।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আছে মাত্র ৩০ টি! অনন্ত আম্বানির প্রিয় এই ঘড়ির দাম জানলে আঁতকে উঠবেন

বেতনের পরিমাণ: উল্লেখ্য যে, গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে দু’টি পদ রয়েছে। সেগুলি হল অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এমতাবস্থায়, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে বেতনের পরিমাণ হল মাসিক ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত। এর পাশাপাশি, ব্রাঞ্চ পোস্ট মাস্টারের বেতনের পরিমাণ হল মাসিক ১২,০০০ থেকে ২৯,৩৮০ টাকা।

কিভাবে করবেন আবেদন: আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ডাক বিভাগের ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/-এ গিয়ে আবেদন করতে পারেন। ১৫ জুলাই থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদনের (Recruitment) প্রক্রিয়া। পাশাপাশি, আবেদন ফি হল ১০০ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর