বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড়সড় খবর সামনে এল। জানা গিয়েছে, এবার কৃষি দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে। পাশাপাশি, ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, এবার উচ্চমাধ্যমিক পাশ করলেই শূন্যপদে চাকরির সুযোগ (Recruitment) মিলবে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
পদের নাম: বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, আপাতত Junior Steno cum Computer Operator পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
শূন্যপদের সংখ্যা: বর্তমানে শূন্যপদের সংখ্যা হল ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, কম্পিউটারেও সঠিক জ্ঞান থাকতে হবে। সর্বোপরি, প্রার্থীকে 80wpm/10 mins দক্ষতায় টাইপও করতে হবে।
বয়সসীমা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে, তপশিলী জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন: নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া যোগ্য প্রার্থীরা ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
আবেদন পদ্ধতি: উল্লেখ্য যে, আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে শূন্যপদের ভিত্তিতে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনের সাথে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে নিয়ে সেটিকে যথাযথভাবে পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। পাশাপাশি, আবেদনের শেষ তারিখ হল ২০ মে, ২০২৩।
আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়: Odisha University of Agriculture and Technology, Bhubaneswar-751003, Odisha।
পাশাপাশি, আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীরা অবশ্যই https://ouat.nic.in/-এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।