বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার সামনে এল দুর্দান্ত সুসংবাদ। মূলত, এবার পশ্চিমবঙ্গেই একটি কেন্দ্রীয় সংস্থায় রয়েছে কাজের (Recruitment) সুযোগ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (Central Glass & Ceramic Research Institute, CGCRI) তথা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা সংস্থায় গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই, Council of Scientific & Industrial Research (CSIR)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে এই নিয়োগ প্রক্রিয়া (Recruitment) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ (Recruitment):
প্রথমেই জানিয়ে রাখি যে, এই প্রতিষ্ঠানে CSIR-এর তরফে অর্থ প্রদানকারী প্রকল্পে ২ টি ভিন্ন পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। প্রতিষ্ঠানের যে গবেষণা প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে সেটির নাম হল “ডেভেলপমেন্ট লাইটওয়েট, আল্ট্রা স্ট্রং ট্রান্সপারেন্ট গ্লাস-সেরামিক মেটিরিয়াল অ্যান্ড ফ্যাব্রিকেশন অফ ল্যামিনেটেড আরমার প্যানেলস দেয়ারঅফ ফর আরমার্ড ভেহিকেলস, কম্ব্যাট এয়ারক্রাফট টু রিডিউস দি এরিয়াল ডেনসিটি।”
কোন কোন পদে করা হবে কর্মী নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, এই প্রকল্পটির জন্য প্রোজেক্ট সায়েন্টিস্ট-১ এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হল ২।
নিযুক্ত কর্মীদের মেয়াদ: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই প্রকল্পটিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ (Recruitment) করা হলেও নিযুক্ত কর্মীদের কাজের ওপর ভিত্তি করে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা: প্রোজেক্ট সায়েন্টিস্ট-১ পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির যেকোনও শাখায় মাস্টার্স ডিগ্রি অথবা বিজ্ঞানের যে কোনও বিষয়ে পিএইচডি থাকতে হবে। তবে, জানিয়ে রাখি যে, যাঁদের মেটিরিয়ালস সায়েন্স বা গ্লাস নিয়ে গবেষণাধর্মী কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সেই সমস্ত প্রার্থীদের নিয়োগের (Rectuitment) ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অপরদিকে, অন্য পদটির জন্যও যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে।
বয়স: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারী জানা গিয়েছে, প্রোজেক্ট সায়েন্টিস্ট-১ এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য (Recruitment) প্রার্থীদের বয়স থাকতে হবে যথাক্রমে ৩৫ এবং ২৮ বছরের মধ্যে।
আরও পড়ুন: গম্ভীরের “কৃপায়” টিম ইন্ডিয়ায় এন্ট্রি মিলল KKR-এর দুই খেলোয়াড়ের, নাম জানলে আপনিও হবেন অবাক
বৃত্তির পরিমাণ: প্রোজেক্ট সায়েন্টিস্ট-১ এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে নিযুক্তদের (Recruitment) মাসিক বৃত্তি বাবদ যথাক্রমে ৫৬,০০০ টাকা এবং ৩৭,০০০ টাকা প্রদান করা হবে। এর পাশাপাশি, বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে বলে জানা গিয়েছে।
আবেদন পদ্ধতি: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মারফত আবেদন (Recruitment) করতে হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মূলত, ওই সংস্থার ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি সহ জানাতে হবে আবেদন। আবেদনের আগে এই নিয়োগের শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটটি ভালোভাবে দেখে নিতে পারেন।
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার শুরু হয়েছে হিড়িক! এবার এই রাজ্যে লাইনচ্যুত মালগাড়ি, ক্ষতিগ্রস্ত রেলপথ
আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদনের (Recruitment) শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জুলাই।
নিয়োগ পদ্ধতি: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া (Recruitment) হবে। যেটি সম্পন্ন হবে আগামী ২২ জুলাই।