বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে চাকরির (Job) বাজার ভীষণ খারাপ! প্রায়ই চাকরিপ্রার্থীদের মুখে একথা শোনা যায়। দুর্নীতির জেরে আটকে রয়েছে বহু নিয়োগ প্রক্রিয়া (Job Recruitment)। এই আবহে এবার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি উচ্চ আদালতের অফিশিয়াল ওয়েবসাইটে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েহে। অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে।
কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চাকরির সুযোগ!
নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, হাইকোর্টে স্ট্যাম্প রিপোর্টার পদে নিয়োগ করা হবে। এই পদে চুক্তির ভিত্তিতে কাজ হবে। বেতনক্রমও বেশ আকর্ষণীয়। ৫৬,০০০ থেকে ১,৪৪,৩০০ টাকার বেতন ক্রমে নিযুক্ত প্রার্থীকে বেতন প্রদান করা হবে।
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হতে হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সি প্রার্থীরা স্ট্যাম্প রিপোর্টার পদের জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গেই তাঁকে আইন বিষয়ে স্নাতক পাশ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে আরও বেশ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে। সেই ব্যাপারে জানতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
আরও পড়ুনঃ ভোটার তালিকা কমিটি গড়ে দিয়েছিলেন মমতা! প্রথম বৈঠকেই অনুপস্থিত অভিষেক! জানালেন…
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্ট্যাম্প রিপোর্টার (Stamp Reporter) পদে শূন্যপদের সংখ্যা মাত্র একটি। কারা এই পদের জন্য আবেদন করতে পারেন, সেটাও মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, কীভাবে এই পদের জন্য আবেদন করতে হবে?
এর জন্য ইচ্ছুক প্রার্থীকে প্রথমে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘নোটিফিকেশন’ অপশন থেকে ‘রিক্রুটমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুসারে, আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা করতে হবে। সেই সঙ্গেই জমা দিতে হবে আবেদনমূল্য। আগামী ২০ মার্চের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের এই পদের জন্য আবেদন সেরে ফেলতে হবে। আবেদন প্রক্রিয়া হয়ে গেলে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। এই বিষয়ে বিশদে জানতে কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে পারেন।