ফের চাকরি গেল ৩৬ হাজার শিক্ষকের! বহাল থাকল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই

বাংলাহান্ট ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন। জানা গিয়েছে এনারা প্রত্যেকেই অপ্রশিক্ষিত। বিচারপতি জানিয়েছেন, এনারা স্কুলে যেতে পারবেন আগামী চার মাস। প্যারা টিচারদের মতো বেতন পাবেন। হাইকোর্ট রায় দিয়েছে আগামী তিন মাসের মধ্যে এই সব শূন্যস্থানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্যকে।

এছাড়াও আজ হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যাদের চাকরি বাতিল হয়েছে তারা প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। নিয়োগ না মেলায় অপ্রশিক্ষিত ১৪০ জন মামলা করেন হাইকোর্টে। মামলাকারীদের দাবি, আদালতে নির্দেশের সম্প্রতি প্রকাশিত হয়েছে নম্বর বিভাজন সহ তালিকা।

সেই তালিকায় দেখা যাচ্ছে তাদের থেকে অনেক কম নম্বর পাওয়া অপ্রশিক্ষিত প্রার্থীরা চাকরির সুপারিশপত্র পেয়েছেন। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দেন। বিচারপতি সেই সময় বলেছিলেন ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল তিনি সম্পূর্ণভাবে বাতিল করে দেবেন। কোর্টের আদেশ অনুযায়ী তারা আগামী চার মাস পর্যন্ত স্কুলে যেতে পারবেন।

primary tet

একই সাথে প্যারা টিচারদের হারে পাবেন বেতন। সেই সময় তিনি মন্তব্য করেন, “ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।” মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, অনেকে মামলাকারীদের থেকে কম নম্বর পেয়েও চাকরি পেয়েছেন। ২০১৬ সালের প্যানেলে নাম রয়েছে ৮২৪ জনের। ত্রিশ হাজার এমন চাকরিপ্রার্থী রয়েছেন যাদের নম্বর মামলাকারীদের থেকে কম।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর