মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরি, সঙ্গে মোটা অঙ্কের বেতন! রাজ্য সরকারের সুবর্ণ সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে চাকরি পাওয়া খুবই কষ্টসাধ্য একটি কাজ। অনেকেই মনে করেন বিশেষ করে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাওয়া এখন রীতিমতো সোনার পাথরবাটির সমান। কিন্তু এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি দারুণ চাকরির খবর সামনে আসছে। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার (State Government)।

খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস (The Department of Food & Supplies) দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর (Food Sub Inspector) পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় এক হাজার পদে নিয়োগ হবে বলে জানা গেছে এই বিজ্ঞপ্তিতে। সব থেকে বড় খবর মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। মাধ্যমিক পাশের পাশাপাশি বাংলা ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে প্রার্থীকে।

এছাড়াও গ্রামীণ এলাকায় ঘোরাঘুরি করার ক্ষেত্রে থাকতে হবে আগ্রহ। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি সংরক্ষণ নীতি অনুযায়ী বয়সের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত ছাড় পাবেন তপশিলি প্রার্থীরা। অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে এই ছাড় হবে তিন বছরের। ইচ্ছুক প্রার্থীরা www.pscwbapplication.in অথবা www.pscwbonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন এই পদের জন্য।

West Bengal Job

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী। পরীক্ষার ফি বাবদ সাধারণ শ্রেণীর প্রার্থীদের জমা দিতে হবে ১১০ টাকা। তবে কোনও রকম আবেদন মূল্য লাগবে না সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিযুক্ত হলে চাকরি প্রার্থীরা ৫৪০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। ২৬০০ টাকা হবে গ্রেড পে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর