প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য রাখতে হচ্ছে পূর্ণ সময়ের মনোবিদ! জেলে যেতেই কী সমস্যা হল পার্থর?

বাংলাহান্ট ডেস্ক : তিনি ছিলেন একটা সময় রাজ্যের দাপুটে নেতা ও মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহাসচিব সহ পরিষদীয় মন্ত্রীর পদ ছিল তার দখলে। কিন্তু জেল বন্দি হওয়ার পর সবই এখন অতীত। গত সাত মাস ধরে তিনি এসএসসি নিয়োগ কান্ডে জেলবন্দী। তাকে গ্রেফতার করেছিল ইডি। আমরা কথা বলছি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সম্পর্কে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে তিনি একজন বিচারাধীন বন্দি। যতদিন গেছে তত বেড়েছে তার বন্দিদশার মেয়াদ। প্রভাব প্রতিপত্তি হারিয়ে বর্তমানে জেলের অন্ধকারে তিনি দিন কাটাচ্ছেন। তবে জানা যাচ্ছে তিনি বর্তমানে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। মানসিকভাবে বিধ্বস্ত পার্থ চট্টোপাধ্যায়কে চাঙ্গা করতে মনোবিদ নিয়োগ করা হচ্ছে প্রেসিডেন্সি জেলে।

বিলাসবহুল জীবনযাত্রা। মন্ত্রিত্ব ও দলের দাপুটে নেতা পার্থ চট্টোপাধ্যায়ের জীবন ছিল স্বপ্নের মতো রঙিন। সর্বদা পাইলট কার, পুলিশের একাধিক গাড়ি তাকে নিরাপত্তা দিত। দামি পাঞ্জাবি, সর্বদা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বাস, দামি ফল থেকে শুরু করে মোটা টাকার মধ্যাহ্নভোজ ও নৈশভোজ। এসব কিছু বদলে গিয়েছিল এক লহমায়।

শীতকালের পর গরমকালে তিনি কিভাবে জেলে কাটাবেন সেই নিয়ে ইতিমধ্যে দুশ্চিন্তা শুরু করে দিয়েছেন পার্থ। ইদানিং নাকি জেলের রক্ষীদের তিনি জিজ্ঞাসা করে জানতে চেয়েছেন যে এখানে বন্দীরা গরমকালে কতটা কষ্ট পায়। জেল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের পার্শ্ববর্তী ছেলেই রয়েছেন আমেরিকান সেন্টারে হামলা ও খাদিমকর্তা অপহরণে অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতি আফতাব।

partha chatterjee

এরপরেই রয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন, রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডু সহ অনেকে। এর আগে পার্থ তার সহবন্দীদের খোঁজখবর নিলেও বর্তমানে তিনি খুব চুপচাপ হয়ে গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী বলেছেন, “মানসিক অবসাদ বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের। তাই একজন স্থায়ী মনোবিদ আনা হচ্ছে প্রেসিডেন্সি জেলে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর