মাস গেলে মোটা মাইনে, কপাল খুলবে কর্মপ্রার্থীদের! বিজ্ঞপ্তি প্রকাশ IBPS’র, কিভাবে অ্যাপ্লাই করবেন?

বাংলাহান্ট ডেস্ক : দেশের একাধিক ব্যাংকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দেশের যে কোনও প্রান্তের বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য। গোটা দেশজুড়ে নিয়োগ (Recruitment) হবে ৪,৪৫৫টি শূন্য পদে। আপনারা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য পড়ে ফেলুন এই প্রতিবেদন।

ব্যাঙ্কে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি নম্বর : CRP PO/MT-XIV

   

পদের নাম : PROBATIONARY OFFICERS & MANAGEMENT TRAINEES

শূন্য পদের সংখ্যা : মোট ৪,৪৫৫টি শূন্য পদে নিয়োগ (Recruitment) হবে। (UR- ১৮৪৬ টি, EWS- ৪৩৫ টি, OBC- ১১৮৫ টি, SC- ৬৫৭ টি, ST- ৩৩২ টি।)

আরোও পড়ুন : বেনজির কীর্তি! মা-বাবা দিনমজুর, খেতে না পাওয়া ঘরের ছেলে আজ IIT’তে,লড়াই শুনলে কেঁদে ফেলবেন

শিক্ষাগত যোগ্যতা : যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলে আবেদন জানানো যাবে। আবেদনের সময় প্রার্থীকে সাবমিট করতে হবে স্নাতক ডিগ্রীর মার্কশিট অথবা পাশ আউট সার্টিফিকেট। এছাড়াও ধারণা থাকতে হবে কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে।

বয়স : ২০ বছর থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। নিয়ম অনুযায়ী এসসি, এসটি প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছরের ছাড় থাকবে বয়সের  ক্ষেত্রে।

আরোও পড়ুন : মাসে জমান জাস্ট ৩০০০ টাকা! SBI যা রিটার্ন দেবে আপনাকে…কল্পনার অতীত! হিসেবটা একবার দেখুন

আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন করার জন্য ভিজিট করতে হবে IBPS -এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে হোম পেজ থেকে “CRP PO/MT” অপশনে ক্লিক করলে খুলে যাবে “CLICK HERE TO APPLY ONLINE FOR CRP- PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES (CRP-PO/MT-XIV)” অপশন। এই লিংকে ক্লিক করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য প্রদান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট। তারপর আবেদন ফি জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Screenshot 2024 08 02 122428

আবেদন মূল্য : তপশিলি জাতি ও উপজাতি তালিকা ভুক্ত আবেদনকারী এবং প্রতিবন্ধী আবেদনকারীদের ১৭৫/- টাকা ও অন্যান্য শ্রেণীর প্রার্থীদের ৮৫০/- টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২১ আগস্ট, ২০২৪।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর