বাংলাহান্ট ডেস্ক : দিন দিন বাড়ছে বেকারের সংখ্যা। এই অবস্থায় চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। কর্মী নিয়োগ করা হবে খড়গপুর (Kharagpur) আইআইটি-তে (Indian Institute of Technology)। স্বনামধন্য এই ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়োগ করবে একাধিক পদে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আগামী ১৬ ই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিয়োগ করা হবে প্রিন্সিপাল সফটওয়্যার/ সিস্টেম/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ডেপুটি লাইব্রেরিয়ান, সিনিয়র কাউন্সেলর গ্রেড 1, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ইঞ্জিনিয়ার, স্পোর্টস অফিসার, টেকনিক্যাল অফিসার, কাউন্সেলর, ল অফিসার, এগজিকিউটিভ অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পদে।
এগুলির জন্য মোট শূন্য পদ রয়েছে ২৮ টি। প্রয়োজন অনুযায়ী কমতে বা বাড়তে পারে শূন্য পদের সংখ্যা। বিজ্ঞপ্তি অনুযায়ী পদ অনুসারে আবেদনকারীর বয়স ৩৫, ৪০ কিংবা ৫০ এর মধ্যে হতে হবে। নির্দিষ্ট করে দেওয়া বয়সীমার উপরের ব্যক্তিদের আবেদন পত্র গ্রাহ্য করা হবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পদগুলির জন্য বেতন হবে ৫৬,১০০ -১,৭৭,৫০০ টাকা থেকে শুরু করে ১,২৩,১০০ থেকে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত ।
এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে প্রার্থীদের ইলেক্ট্রিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই অথবা বিটেক-এ ফার্স্ট ক্লাস এ উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ছয় বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকতে হবে ইলেক্ট্রিক্যাল যন্ত্র রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধানে। এরকমভাবে অন্যান্য পদগুলির ক্ষেত্রে যোগ্যতা ভিন্ন ভিন্ন রয়েছে। প্রার্থী নির্বাচিত করা হবে স্ক্রিনিং টেস্ট কিংবা লিখিত পরীক্ষা/ প্রেজেন্টেশন অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদন মূল্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১০০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। ইচ্ছুক প্রার্থীরা আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে আবেদন মূল্য জমা দিতে হবে। আগামী ১৬ই জুনের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।