বাংলা হান্ট ডেস্ক: এবার একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় রয়েছে কাজের সুযোগ (Recruitment)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পরীক্ষা ছাড়াই সেখানে মিলবে চাকরি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, হিন্দুস্তান কপার লিমিটেডে (Hindustan Copper Limited, HCL) রয়েছে চাকরির সুযোগ। ইতিমধ্যেই এই নিয়োগ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থার তরফে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
পরীক্ষা ছাড়াই এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির (Recruitment) সুযোগ:
শূন্যপদের বিবরণ: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মাইনিং মেট পদের জন্য আপাতত নিয়োগ প্রক্রিয়া (Recruiment) সম্পন্ন হবে।
শূন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, মোট শূন্যপদের সংখ্যা হল ৩ টি।
কাজের মেয়াদ: জানিয়ে রাখি যে, এক্ষেত্রে প্রথমে কাজের মেয়াদ হবে এক বছরের। তবে, প্রয়োজন অনুযায়ী ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে।
আরও পড়ুন: এবার এই সেক্টরের রাজা হবেন মুকেশ আম্বানি! কন্যা ইশার কোম্পানিতে বিনিয়োগ করলেন ১৪,৮৩৯ কোটি
বয়স: এক্ষেত্রে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। এমতাবস্থায়, আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে থাকতে হবে নূন্যতম ২০ বছরের অভিজ্ঞতা।
বেতনের পরিমাণ: এই পদে মাসিক বেতনের পরিমাণ হবে ২৭,২০০ টাকা।
আরও পড়ুন: দুর্ধর্ষ লুক, দুর্দান্ত ফিচার্স! ১৫ অগাস্ট লঞ্চ হচ্ছে Ola-র Electric Motorcycle, দাম মাত্র এত টাকা
আবেদন পদ্ধতি: জানিয়ে রাখি, আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটের “হোমপেজ” থেকে “কেরিয়ার” অপশনে গেলেই দেখা যাবে। সেখান থেকেই বিস্তারিত তথ্য, শর্তাবলি, এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জানা যাবে।
নিয়োগ পদ্ধতি: প্রথমেই আমরা জানিয়েছি যে এই নিয়োগের (Recruitment) ক্ষেত্রে কোনও পরীক্ষা হবে না। এমতাবস্থায়, “ওয়াক ইন ইন্টারভিউ”-এর মাধ্যমে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে। আগামী ২৩ অগাস্ট সকাল ১১ টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য পৌঁছে যেতে হবে ইচ্ছুক প্রার্থীদের।