বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি নিঃসন্দেহে বড় সুখবর সামনে এসেছে। বিশেষ করে যাঁরা পুলিশের (Police) চাকরির (Recruitment) স্বপ্ন দেখে প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য রয়েছে বড় সুযোগ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার কলকাতা পুলিশে (Kolkata Police) কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বুধবার এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
মোট শূন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা হল ৩,৭৩৪ টি।
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যে প্রার্থীরা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে চান, তাঁদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা অন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও, তাঁদের বাংলায় লেখার পাশাপাশি বাংলায় পড়া এবং কথা বলতেও জানতে হবে। তবে, দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য সাব-ডিভিশনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানা গিয়েছে।
বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ হতে হবে। এদিকে সর্বোচ্চ বয়স হতে হবে ৩০-এর মধ্যে। মূলত, ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে প্রার্থীদের বয়স হিসেব করা হবে। পাশাপাশি, সংরক্ষিত প্রার্থীদের সর্বোচ্চ বয়সীমার ক্ষেত্রে ছাড়ের সুবিধা প্রদান করা হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে, ওবিসি-এ এবং ওবিসি-বি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এদিকে, তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে। ঠিক একই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলান্টিয়াররাও। অর্থাৎ, তাঁরা এই শূন্যপদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: আবেদনে ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in সহ পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের kolkatapolice.gov.in মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, সহজ মিত্র কেন্দ্রের মাধ্যমেও আবেদনের ফর্ম জমা দেওয়া যাবে।
আবেদন ফি: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থী ছাড়া বাকি সব আবেদনকারীদের এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১৭০ টাকা দিতে হবে। এদিকে, পশ্চিমবঙ্গের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের আবেদন ফি বাবদ দিতে হবে ২০ টাকা। অনলাইনে প্রার্থীরা UPI, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ওয়ালেটের মাধ্যমের এই আবেদন ফি জমা দিতে পারবেন।
আরও পড়ুন: SBI-র ছুটির নিয়মে বড় বদল! এবার থেকে রবিবারের পরিবর্তে এইদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
নিয়োগ প্রক্রিয়া: প্রথমেই জানিয়ে রাখি, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীদের প্রাথমিকভাবে বেছে নেওয়ার জন্য সম্পন্ন হবে ১০০ নম্বরের লিখিত প্রিলিমিনারি পরীক্ষা। এরপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি) এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিএটি)। তারপরে সম্পন্ন হবে ৮৫ নম্বরের চূড়ান্ত লিখিত পরীক্ষা। সেখানে উত্তীর্ণ হওয়া প্রার্থীরা সুযোগ পাবেন ইন্টারভিউয়ে (১৫ নম্বর)। আর এইভাবেই প্রার্থীদের বেছে নেওয়ার মাধ্যমে তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়ার পর মেডিকেল টেস্ট সম্পন্ন হলে নিয়োগপত্র প্রদান করা হবে।
আরও পড়ুন: বাদ শ্রেয়স, ঈশান! কঠোর সিদ্ধান্ত BCCI-র, কপাল খুলল পন্থের
গুরুত্বপূর্ণ তারিখ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এক্ষেত্রে আবেদন অনলাইনে আগামী ১ মার্চ রাত ১২ টা ১ মিনিট থেকে আগামী ২৯ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে। এদিকে, কারও আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের সুযোগও দেওয়া হবে। সেক্ষেত্রে আগামী ১ এপ্রিল থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে “এডিট উইন্ডো” উপলব্ধ থাকবে বলেও জানা গিয়েছে।