পেরিয়ে গিয়েছে ৩২২ দিন! হঠাৎ জামিনের আবেদন পার্থর ‘বান্ধবী’ অর্পিতার, কারণ কী?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। বঙ্গের শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে গত বছর থেকেই জেলবন্দি দুজনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতারির পর কাটতে চলেছে প্রায় এক বছর। এই সময়ের মধ্যে একাধিকবার আদালতের কাছে জামিনের আবেদন করেছেন নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তবে একবারও আবেদন জানাননি অর্পিতা। এবার তিনিই এত গুলো দিন বাদে হঠাৎ জামিনের আবেদন (Pleads For Bail) করে বসলেন আদালতে।

প্রসঙ্গত, গত বছর নিয়োগ কেলেঙ্কারির তল্লাশি চালিয়েই এই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের ভিতর থেকেই মিলেছিল টাকার পাহাড়। বহু সোনা-গয়না। যদিও অর্পিতা বারবার বলে এসেছেন সেই টাকা তার নয়। আবার কিছুদিন আগে ইডি সূত্রে খবর মেলে, অর্পিতা নাকি জানিয়েছে সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও সে বিষয়ে সঠিক ভাবে কিছু জানা যায়নি।

গ্রেফতারির পর কখনও জামিন না চাইলেও তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে বারংবার দাবি করে এসেছেন অর্পিতা। তার ফ্ল্যাট থেকে পাওয়া টাকার গোটা বিষয়টাই ষড়যন্ত্র বলেও জানান তিনি। তবে এতকিছুর পরও কখনও জামিন চাননি। তবে গত বছর সেই গ্রেফতারির পর ৩২২ দিন পর হঠাৎ জামিন চেয়ে বসলেন অর্পিতা মুখোপাধ্যায়।

arpita new

প্রসঙ্গত, যেদিন তাকে গ্রেফতার করা হয়েছিল সেদিনই শুধু আদালতে জামিন চেয়েছিলেন অর্পিতা। তার এত দিন পর এদিন বিশেষ ইডি আদালতে এই আবেদন জানান তিনি। তবে এতদিন পর কেন এই আবেদন সেই নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন।

মনে করা হচ্ছে এতদিন অর্পিতা সেভাবে কোনও আইনি সাহায্য পাননি তবে এবার তা পাওয়ায় জামিনের আবেদন করেছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৯ মে অর্পিতার জামিনের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভার্চুয়াল নয়, শুনানির সময় সশরীরে আদালতে হাজির হতে হবে জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়কে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর