বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নাম জড়িয়েছে চিটফান্ড কাণ্ডের অভিযুক্ত গোপাল দলপতির (Gopal Dalapati)। গত মাসের পর মঙ্গলবার ফের ইডির (ED) সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন গোপাল দলপতি। জানা গিয়েছে পূর্বে ইডি আধিকারিকরা তার কাছে কিছু নথিপত্র চেয়ে পাঠান। এদিন সন্ধ্যায় সেই নিয়েই সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন তিনি। তবে জানা গেছে খুব বেশি সময় সেখানে ছিলেন না গোপাল।
এদিন ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গোপাল। সেখানেই তাকে টাকা লেনদেন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কুন্তল আমাকে টাকা দেয়নি। আমিও দিইনি। আমার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও যোগাযোগ ছিল না। আর আমি যদি টাকা নিয়ে থাকি প্রমাণ করুক।” এরপর তিনি বলেন, “আামকে আবার পরে ডাকবে বলেছে।”
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের মুখে প্রথম উঠে আসে গোপালের নাম। কুন্তলের অভিযোগ, টাকা লেনদেনের সাথে যুক্ত ছিল গোপালও। এরপরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে আসেন তিনি। সেই কারণেই গত ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের পর এদিন তার সম্পত্তি সংক্রান্ত নথি সহ বেশ কিছু নথি নিয়ে ইডি দফতরে ডাকা হয়।
প্রসঙ্গত, এর আগে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার পর গোপাল বলেছিলেন তদন্তে যতবার তাকে ডাকা হবে, তিনি আসবেন। বলেছিলেন, “তদন্তে সাহায্য করছি। যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দিয়েছি। পরবর্তীতে প্রয়োজন পড়লে আবারও আসব।” তবে কুন্তলই গোপালের নাম নিলেও, সেইসময় হুগলীর যুবনেতাকে চিনতে পারেননি গোপাল।
পাশাপাশি পূর্বে ধৃত কুন্তলের সাথে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর গোপাল দলপতি বলেন, “কুন্তলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ও ওর বক্তব্য পেশ করেছে আমি আমারটা। কুন্তল বা শান্তনুর সঙ্গে কোনও রকমের চুক্তি ছিল না কুন্তলের থেকে কোনও টাকা পেতাম না।”