বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment Scam) সূত্রে শিরোনামে উঠে এসেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) নামেই অধিক পরিচিত তিনি। গত ডিসেম্বর মাসে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ‘কাকু’। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিগত বেশ কিছুটা সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকার পর সোমবার জেলে ফিরলেন তিনি।
বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুজয়কৃষ্ণ (Kalighater Kaku)!
গত মাসে অসুস্থ ‘কাকু’কে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি ছিলেন তিনি। সোমবার সেখান থেকে ছুটি পেয়ে ফের জেলে ফিরলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ।
এদিকে আগেই সিবিআইয়ের তরফ থেকে ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার আবেদন জানানো হয়েছিল। এবার তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়ে জেলে ফিরতেই সেই প্রক্রিয়া করা হবে বলে খবর। জানা যাচ্ছে, মঙ্গলবার সেই পরীক্ষা করানোর কথা রয়েছে।
আরও পড়ুনঃ ‘করের টাকা নষ্ট করে জেলবন্দি রাখার মানে নেই’! সঞ্জয়ের সাজা ঘোষণা হতেই গর্জে উঠলেন অভিষেক
উল্লেখ্য, গত মাসে জেলের মধ্যে আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ‘কাকু’কে। এদিকে তিনি হাসপাতালে ভর্তি থাকার কারণে ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে যায়।
শেষ অবধি চলতি মাসে ভার্চুয়ালি আদালতের শুনানিতে হাজির হন ‘কাকু’। শুরু হয় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারভবনে চার্জগঠনের প্রক্রিয়া। এরপরেও বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার ফের জেলে ফিরলেন তিনি। এবার জানা যাচ্ছে, সিবিআই (CBI) তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চলেছে।
নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন ধরেই সরগরম রাজ্য। এই মামলাতেই প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku)। গত বছর সেই মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে জেলমুক্তি হয়নি। কারণ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। সিবিআইয়ের হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ফের প্রেসিডেন্সি জেলে ফিরে গিয়েছিলেন ‘কাকু’। গত মাসে সেখানেই অসুস্থ হয়ে পড়েন। বেশ অনেকটা সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল ফের জেলে ফিরলেন তিনি।