বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার হওয়ার পর থেকে অবশ্য জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বিগত প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রথমে এসএসকেএম, এরপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মন্ত্রীকে। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর।
‘ছুটি’ পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)!
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি পার্থ। গত ১৬ জানুয়ারি জেলের মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। জেলের চিকিৎসকরাই প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করেন। এরপর এসএসকেএমে (SSKM Hospital) ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে প্রায় সপ্তাহখানেক চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন মন্ত্রী।
এই পরিস্থিতিতে সূত্রের খবর, গত ২৩ জানুয়ারি থেকে পার্থর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এমতাবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়ে আদালতের দ্বারস্থ হন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী। দাবি করেন, এসএসকেএমে তাঁর যথাযথ চিকিৎসা হচ্ছে না। যেখানে তাঁর যথাযথ চিকিৎসা হবে, সেখানে তাঁকে স্থানান্তরিত করা হোক।
আরও পড়ুনঃ গুচ্ছ গুচ্ছ আবেদনে অসন্তোষ! ধর্মস্থান আইন মামলা নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! তোলপাড় দেশ
পার্থর সেই আবেদন মেনে নেয় আদালত। গত ২৮ জানুয়ারি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। এরপর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার সেখান থেকে ছুটি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
‘সুস্থ’ হয়ে উঠেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণে আজই তাঁকে ছুটি দিয়ে দিয়েছে বাইপাসের ধারের ওই হাসপাতাল। এদিন দুপুরেই সেখান থেকে প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) উদ্দেশে রওনা দেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের তরফ থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থর (Partha Chatterjee) শারীরিক অবস্থার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। জানানো হয়, আগের থেকে ভালো আছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। সেই অনুযায়ী আজ তাঁকে ডিসচার্জ করা হল। হাসপাতাল থেকে ছুটি পেয়ে ফের জেলের পথে রওনা দেন পার্থ।