বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই ফের এক জামিন। এবার নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জামিন পেলেন অভিযুক্ত তাপস মণ্ডল (Tapas Mondal)। ইডি (ED) মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। এবার সিবিআইয়ের মামলাতেও মুক্তি। দুর্গাপুজো শুরু হওয়ার সময়ই বড়সড় স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।
নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত তাপস মণ্ডল
২০২৩ সালে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাপস মণ্ডলের। প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগেই তাপস মণ্ডলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। ৫৯৫ দিন জেলে বন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন তাপস মণ্ডল।
আরও পড়ুন: মধ্যরাতেই বিরাট পদক্ষেপ! পুজোর মধ্যেই আরও চাপে সরকার? মমতাকে বিস্ফোরক চিঠি ডাক্তারদের
এই মামলাতেই সম্প্রতি জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য। এবার সেই মামলাতে আরও এক অভিযুক্তের জামিন মিলল। তবে এই একই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের এখনও জামিন হয়নি।
আরও পড়ুন: আরজি কর কলকাতা মেডিক্যালের পর উত্তরবঙ্গ মেডিক্যাল! ফের গণ ইস্তফা ডাক্তারদের!
শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর
মঙ্গলবার এক লক্ষ টাকা বন্ডের বিনিময়ে তাপস মণ্ডলকে জামিন দিয়েছে বিচারভবন। জামিনের কিছু শর্তও দেওয়া হয়েছে। যেমন, সিবিআইয়ের তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে তাকে, মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না। আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবে না। আদালতের শুনানিতে নিয়মিত হাজিরা দিতে হবে। পাসপোর্ট থাকলে তা জমা দিতে হবে আদালতে। জামিনের শর্তগুলি না মানলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত।