নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! এবার অয়ন শীলের পেট্রোল পাম্পের সূত্র ধরে ডাক পড়ল অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার দশা বঙ্গে। রহস্যের কিনারা তো দূর, উল্টে যতই দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে দুর্নীতিতে যুক্তদের তালিকা। আবার বাংলার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো অয়ন শীলের (Ayan Shil) ছেলে অভিষেক শীলের (Ayan Shil)। আগামী ১৯ জুন তাকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিশেষ পিএমএলএ আদালতের বিচারক।

জানা গিয়েছে পেট্রোল পাম্পের সূত্র ধরেই অভিষেকের নাম উঠে আসে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের পেট্রোল পাম্প ‘শুক্লা সার্ভিস স্টেশন’ পেট্রোল পাম্পের পার্টনার অয়নের ছেলে অভিষেক। সূত্রের খবর সেই পেট্রোল পাম্প সংক্রান্ত তথ্য জানতেই এই তলব।

সেই পেট্রোল পাম্প কেনার বিপুল পরিমান টাকার উৎস কী? কার কাছ থেকে এই পাম্প কেনা হয়, কিভাবে হয় লেনদেন, এই সমস্ত বিষয়েই জানতে চাইবেন তদন্তকারীরা। যেহেতু অয়নের ছেলে অভিষেক সেই পেট্রোল পাম্পের পার্টনার তাই তাকে তলব করা হয়েছে। সঠিক ব্যাখ্যা দিতে না পারলে এবার অভিষেকও বিপাকে পড়তে পারেন বলে সূত্রের খবর।

ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির টাকাতেই কেনা হয়েছিল এই পাম্প। আর অয়ন শীলই এই পাম্প ছেলেকে কিনে দিয়েছিল। হুগলির গুড়াপে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারেই প্রায় সাড়ে ৩ বিঘা জমির ওপর তৈরী এই পেট্রোল পাম্পের কথা ইতিমধ্যেই আদালতে পেশ করা চার্জশিটে উল্লেখ করেছে ED।

সংশ্লিষ্ট সংস্থা সূত্রে খবর, নন্দগোপাল শুক্লা, আশিস শুক্লা ও অজয় শুক্লা নামে কলকাতার বিডন স্ট্রিটের তিন ভাইয়ের কাছ থেকে পেট্রোল পাম্পটি কেনেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীল। অয়নের ছেলে অভিষেকের পাশাপাশি তার বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের নামই রয়েছে মালিকানার নথিতে। এবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে নতুন কোন তথ্য উঠে আসে সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর