মেরে মুখ ফাটানো হল ‘কালীঘাটের কাকু’র দাদার, নেপথ্যে কারা জানলে আঁতকে উঠবেন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে মন্ত্রী, শাসকদলের নেতা, শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি জেলবন্দি রয়েছেন কালীঘাটের কাকু (Kalighater Kaku) সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)।

এই কাকুর গ্রেফতারির পর ৯০ ডিগ্রি কোণে ঘুরে গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলা। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে প্রথম শোনা যায় এই কালীঘাটের কাকু কথা। তারপর তদন্ত জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

Recruitment Scam

এসবের মধ্যেই সুজয়বাবুকে নিয়ে এক প্রথম সারির সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন সুজয়কৃষ্ণের দাদা অজয়কৃষ্ণ ভদ্র। ভাইকে নিয়ে করেছিলেন বিস্ফোরক দাবি। তবে তারপর পেরিয়ে গিয়েছে বেশ কিছুদিন। এখনও জেলেই বন্দি সুজয়কৃষ্ণ। এরই মধ্যে ভাইয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ অজয়বাবুর।

তার অভিযোগ, সুজয়ের বিরুদ্ধে মুখ খোলার অপরাধে এলাকার একটি ক্লাবের সদস্যরা তার উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে ফাটিয়ে দেওয়া হয় মুখ। আতঙ্কে তড়িঘড়ি অভিযুক্তদের শাস্তির দাবিতে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন অজয়কৃষ্ণ ভদ্র।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X