‘এরা শিক্ষক হলে ছাত্রদের ক্ষতি, কমিশন ভেঙে দিন’, নিয়োগ মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি আর এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির নির্দেশে ফের একবার বেকায়দায় স্কুল সার্ভিস কমিশন (SSC)। রাজ্যের সৃষ্ট সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত ইস্যুতে এদিন আবেদন করে কমিশন আর এই মামলাতেই কমিশনকে কার্যত ভর্ৎসনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu)। অবৈধভাবে নিয়োগ করা শিক্ষকদের চাকরিতে বহাল রাখা প্রসঙ্গে এদিন বিচারপতি বলেন, “বেআইনিভাবে যাদেরকে নিযুক্ত করা হয়েছে, তাদেরকে বরদাস্ত করা হবে না। পারলে কমিশন ভেঙে দিন।”

সম্প্রতি, কমিশনের তরফ থেকে আবেদন করা হয়, যাদের বিরুদ্ধে অবৈধ বিয়োগের অভিযোগ উঠেছে, তাদের চাকরিতে বহাল রেখে নিয়োগের জন্য নতুন করে পদ তৈরি করা হোক। এই মামলার শুনানি চলাকালীন এদিন হাইকোর্ট জানায়, “এদের অন্য কোন চাকরিতে ব্যবস্থা করা গেলে তা করা হোক। কিন্তু যদি বেআইনিভাবে নিয়োগ করা প্রার্থীদের শিক্ষক পদে বহাল রাখা হয়, তাহলে ক্ষতি হবে ছাত্রদের। এরা শিক্ষক হলে ছাত্রদের জীবন ক্ষতির মুখোমুখি হবে।”

অর্থাৎ গ্রুপ সি, ডি, নবম থেকে দ্বাদশ পর্যন্ত নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই এদিন এক প্রকার বহাল রাখলেন বিশ্বজিৎ বসু। এদিন শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে জানানো হয়, কমিশনের সঙ্গে তাদের কোনো রকম যোগসূত্র নেই। এক্ষেত্রে রাজ্য এবং কমিশনের অবস্থান আলাদা। রাজ্যের এই কথার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, “কমিশনকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে তা ভেঙে দিন।”

আদালত সূত্রে খবর, এদিন কমিশনের তরফ থেকে আবেদন করা হয়, যাদের নিয়োগ নিয়ে অবৈধতার প্রশ্ন উঠে চলেছে, তাদের অনেক বছর কাজ হয়ে গিয়েছে। কোন রকম অভিযোগ পর্যন্ত নেই। সেই কারণে তাদেরকে বহাল রেখে নতুন পদে নিয়োগের চিন্তাভাবনা করা হোক। এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তাদের কথা হয়েছে বলেও জানান কমিশনের আইনজীবী।

Untitled design 2022 09 06T160001.670

তবে অপরদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফ থেকে অভিযোগ করা হয়, “কমিশনের তরফ থেকে সুপার নিউমেরিক পোস্ট তৈরির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করায় দেখা গিয়েছে, মোট ৬০ জন চাকরিপ্রার্থীর নম্বর বঞ্চিতদের তুলনায় অনেক কম।” আর এই বিষয়টি সামনে উঠে আসতেই এদিন ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বিচারপতি সাফ জানিয়ে দেন, “অবৈধদের কোনমতেই বরদাস্ত করা হবে না।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর