‘রাজ্যের এখনও…’! পার্থদের জামিনের আর্জি খারিজ! বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitmetn Scam) জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ পাঁচ জন। সিবিআইয়ের করা মামলায় পার্থদের জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তৃতীয় বেঞ্চ। ফলে আপাতত এই মামলা থেকে রেহাই পাচ্ছেন না পার্থ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, অশোক কুমার সাহা এবং সুবীরেশ ভট্টাচার্য।

বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)!

মঙ্গলবার পার্থদের জামিন মামলার রায়দান করেছে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ। তাঁর পর্যবেক্ষণ, আইন অনুসারে জামিন নিয়ম এবং জেল ব্যতিক্রম। তা সত্ত্বেও বলতে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ অভিযোগ। অযোগ্য চাকরিপ্রার্থীরা যদি শিক্ষক হয়ে বিদ্যালয়ে যান, তাহলে সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার সামগ্রিক অবনতি হয়।

হাইকোর্টের বিচারপতি বলেন, ‘সততার সঙ্গে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। রাজ্য ট্রায়ালের অনুমতি দিতে চুপ কেন? লোকসভা নির্বাচনের আগে থেকে অভিযুক্তদের ট্রায়াল নিয়ে রাজ্য নিজের অবস্থান জানায়নি। অভিযুক্তদের সঙ্গে রাজ্যের এখনও সম্পর্ক রয়েছে বুঝতে হবে’।

আরও পড়ুনঃ হাতে মাত্র ২ দিন সময়! এবার ‘ডেডলাইন’ বেঁধে দিল রাজ্য সরকার

নিয়োগ দুর্নীতি মামলায় সাম্প্রতিক অতীতে একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। সিবিআইয়ের করা মামলায় জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ সহ ৯ জন অভিযুক্ত। এর মধ্যে ৪ জনকে জামিন দেয় উচ্চ আদালত। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক এবং সুবীরেশের জামিনের ক্ষেত্রে দুই বিচারপতির মধ্যে দ্বিমত দেখা দেয়।

Calcutta High Court

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে জামিন দিতে চেয়েছিলেন। তবে বেঁকে বসেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তিনি পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদ সহ ৫ জনকে জামিন দিতে চাননি। এরপর এই মামলা যায় হাইকোর্টের (Calcutta High Court) তৃতীয় বেঞ্চে। গত মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী বেঞ্চে এই মামলার শুনানি সম্পন্ন হয়। তবে রায়দান স্থগিত ছিল। এদিন পার্থদের জামিনের মামলায় উচ্চ আদালত কী রায় দেয় সেদিকে নজর ছিল অনেকের। শেষ অবধি সব জল্পনার অবসান ঘটিয়ে পার্থদের জামিনের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর