বাংলা হান্ট ডেস্কঃ ধাক্কার পর ধাক্কা। সুপ্রিম কোর্টের পর এবার শিক্ষকদের আরেক মামলায় আদালতের প্রশ্নের মুখে রাজ্য। গত সপ্তাহেই নিয়োগে দুর্নীতির জেরে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। যার জেরে চাকরিহারা প্রায় ২৬০০০। সেই নিয়ে উত্তপ্ত আবহেই এবার একধাক্কায় ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বেঁধে দেওয়া হল টাইট ডেডলাইনও।
হাইকোর্টের নির্দেশে বড়সড় ধাক্কা রাজ্যের | Calcutta High Court
সোমবার জিটিএ-তে (GTA Recruitment scam case) অর্থাৎ পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, ওই ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে। পাশাপাশিআগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যকে ওই ৩১৩ জন শিক্ষকের সব তথ্য আদালতে জানাতে হবে বলেও সাফ নির্দেশ।
আদালত সূত্রে খবর, কীভাবে ওই শিক্ষকদের নিয়োগ করা হয়েছে, তা জানানোর জন্য রাজ্যকে নির্দেশে দিয়েছিল হাইকোর্ট। তবে কোনও উত্তর মেলেনি। এরপরই এদিন নথি খতিয়ে দেখে ওই ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দেন বিচারপতি।
এদিনের শুনানিতে ফের রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে বিচারপতি বলেন, ‘এই শিক্ষকদের ন্যূনতম প্রশিক্ষণ রয়েছে কি? এদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে?’ উল্লেখ্য, এদিন আদালতের নির্দেশ মত এদিন স্টেটাস রিপোর্ট জমা দেয় সিআইডি। সেই রিপোর্ট দেখে এই শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ দেয় ক্ষুব্ধ হাইকোর্ট।
আরও পড়ুন: যোগ্যদের পাশে রাজ্য! সরকারের হয়ে লড়বেন কোন কোন আইনজীবী? ৫ জনের নাম ঘোষণা মমতার
আরও পড়ুন: ৭০০ কোটি তোলা হয়েছে, ৮০% গিয়েছে ভাইপোর কাছে! নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
বিচারপতির স্পষ্ট প্রশ্ন, ‘রাজ্য কেন এদের বেতনের ভার বহন করবে?’ এরপরই আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যকে সকল শিক্ষকের সব তথ্য আদালতে জানানোর নির্দেশ বিচারপতির। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানিতে আদালতের নির্দেশের পর রাজ্যের পরবর্তী পদক্ষেপ কি হল তা জানানোর কথা বলা হয়েছে।