‘খই ভাজ’, CBI-কে তোপ! দেবরাজের বাড়িতে তল্লাশি নিয়ে যা বলে ফেললেন ধৃত কুন্তল…

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার রাজ্যজুড়ে একাধিক তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় সিবিআই।মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম (TMC MLA Jafikul Islam), পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায় ছিল তেঘরিয়ায় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীও (TMC Councillor Debraj Chakraborty)।

তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চলেছিল তল্লাশি

তৃণমূল বিধায়ক গায়িকা অদিতি মুন্সীর স্বামী দেবরাজের বাড়িতেও জোর তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি শেষে বেশ কিছু নথিপত্র নিয়ে বেরিয়ে যান আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির তদন্তেই মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। সেই নিয়েই যখন চড়ছে রাজ্য-রাজনীতির পারদ ঠিক সেই সময়ই এবার এই তল্লাশি অভিযান নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিঁধলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিস্কৃত যুবনেতা কুন্তল ঘোষ।

cbi

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের দাবি খারিজ! DA মামলায় যা জানাল সুপ্রিম কোর্ট…

ঠিক কি বললেন কুন্তল?

এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে খোঁচা দিয়ে কুন্তল বলেন, “সিবিআইয়ের কাজ নেই তো খই ভাজ।” নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আদালতে তোলা হয় কুন্তল ঘোষকে। সেই সময়ই দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে প্রশ্ন তোলে সংবাদমাধ্যম। আর তাতেই এই প্রতিক্রিয়া দেন কুন্তল।

কুন্তল ঘনিষ্ঠের বাড়িতেও হানা

প্রসঙ্গত, গতকাল মুর্শিদাবাদে কুন্তল ঘনিষ্ঠের বাড়িতেও হানা দেয় সিবিআই। মুর্শিদাবাদের বড়ঞার কুলিতে কুন্তল ঘোষ ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই পৌঁছে যায়। জানা যায়, আনারুল আনসারি ওরফে ঝান্টু শেখ ও তার ছেলে সুজল আনসারির সূত্র ধরে চলে তল্লাশি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর