কুন্তলের চিঠির অভিযোগ ভুয়ো! রিপোর্টে চাঞ্চল্যকর দাবি CBI, ফের কি বিপাকে পড়তে পারেন অভিষেক?

বাংলা হান্ট ডেস্ক : ফের সংবাদ শিরোনামে কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলাতে তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে— কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে জেলে বসে চিঠি লিখেছিলেন কুন্তল ঘোষ। রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সেই ‘বিতর্কিত’ চিঠির অভিযোগ ভিত্তিহীন বলে শুক্রবার দাবি করল সিবিআই (Central Bureau of Investigation)।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের এজলাসে রিপোর্ট দিয়ে সিবিআই জানায়, কুন্তলের অভিযোগ ভিত্তিহীন। তারা এ-ও জানিয়েছে যে, ওই চিঠির কোনও সারবত্তা নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারপতি সিংহ বলেন, ‘এখনও কেন কিং পিন অবধি পৌঁছনো যাচ্ছে না।’

গত ২৯ মার্চ ধর্মতলায় শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরেই রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই।

kuntal cbi

এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান কলকাতার হেস্টিংস থানাতেও। তার পর হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, প্রয়োজনে সিবিআই বা ইডি এই ঘটনায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই একই নির্দেশ বহাল রাখেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহও।

এর পরই অভিষেককে ডেকেছিল সিবিআই। গত ২০ মে কলকাতার নিজাম প্যালেসে (যেখানে সিবিআই দফতর) সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তার পর, অভিষেককে তলব করেছিল ইডিও। কিন্তু ইডির দফতরে হাজিরা দেননি অভিষেক।

সিবিআই এবং ইডির জেরা থেকে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাননি অভিষেক। গত সোমবার সুপ্রিম কোর্টে কুন্তলের চিঠি সংক্রান্ত অভিষেকের মামলার শুনানি ছিল। সেখানেই শীর্ষ আদালত জানিয়ে দেয়, এ ব্যাপারে হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে কোনও রকম হস্তক্ষেপ করবে না তারা। কারণ, কোনও রকম হস্তক্ষেপ মামলায় বাধা হয়ে দেখা দিতে পারে। এই আবহে শুক্রবার হাই কোর্টে রিপোর্ট দিয়ে সিবিআই জানাল যে, কুন্তলের অভিযোগ ভিত্তিহীন।


Sudipto

সম্পর্কিত খবর