বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি কাণ্ডে ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ এলো প্রকাশ্যে। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) অন্তর্গত এলাকার পঞ্চায়েত উপপ্রধানের প্রতিবেশী এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ অ্যাডমিট কার্ড এবং মার্কশিট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই সিবিআই (CBI) তদন্তের দাবি করে বসেছে বিজেপি (Bharatiya Janata Party)। অপরদিকে, কোনরকম প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের (Trinamool Congress)।
ঘটনার কেন্দ্রস্থল উত্তর ২৪ পরগনা জেলার মামুদপুর ৮ নম্বর বুথ সংলগ্ন কুলিয়াগড় এলাকা। এলাকারই বাসিন্দা এক মহিলার বাড়ি থেকে এদিন বহু পরিমান অ্যাডমিট কার্ড এবং মার্কশিট উদ্ধার করেছে শিবদাসপুর থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা এলাকায়। এর সঙ্গে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির যোগসূত্র রয়েছে বলে দাবি বিজেপির।
উল্লেখ্য, অভিযুক্ত ওই মহিলা এলাকার পঞ্চায়েত উপপ্রধান হারান ঘোষের প্রতিবেশী। ফলে স্বাভাবিকভাবে এর মাঝেও রাজনীতির রং প্রদর্শনে তৎপর হয়ে উঠেছে পদ্মফুল শিবির। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে মার্কশিট-অ্যাডমিট কার্ড মেলার ঘটনায় অভিযুক্ত মহিলাকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়। অপরদিকে বিজেপির দাবি, মার্কশিট এবং অন্যান্য একাধিক জিনিসপত্র উদ্ধার করার ঘটনার সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগাযোগ রয়েছে। যখন সিবিআই এবং ইডির মতো গোয়েন্দা সংস্থাগুলি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করে চলেছে, তখন তাদের এড়িয়ে অভিযুক্তদের কেন গ্রেফতার করল পুলিশ? এমনকি এক্ষেত্রে CBI তদন্তের দাবি পর্যন্ত তোলা হয়েছে।
প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি কাণ্ডে তোলপাড় বঙ্গ রাজনীতি। আদালতের নির্দেশে সিবিআই এবং ইডি তদন্ত অগ্রসর করে নিয়ে চলেছে। এই সকল মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় ছাড়াও হেফাজতে মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক সাহার মতো অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকরা। এই পরিস্থিতিতে মহিলার বাড়িতে পুলিশের হানা এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করা নিয়ে সরগরম রাজনৈতিক প্রেক্ষাপট।
এক্ষেত্রে মামুদপুর এলাকায় অ্যাডমিট কার্ড এবং মার্কশিট উদ্ধারের ঘটনার সঙ্গে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির কোনোরকম যোগসূত্র রয়েছে কিনা, সে বিষয়ে অবশ্য স্পষ্ট ধারণা মেলেনি। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিজেপির প্রশ্ন তুলে দেওয়ার মাধ্যমে পুনরায় একবার উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি।