বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি মামলা। এবার নয়া মোড়! নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তলের দাবি ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলানোর জন্য তার ওপর চাপ দিয়েছে। একজোটে ইডি এবং সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে নির্যাতনেরও অভিযোগ করেছিলেন তৃণমূলের বহিস্কৃত যুবনেতা কুন্তল ঘোষ।
গতকাল ধৃত কুন্তলকে নিজের চেম্বারে ডেকে সেই অভিযোগ শুনলেন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। তারপরই, কুন্তলের এই অভিযোগ নিয়ে সিবিআই এবং কলকাতা পুলিশকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন বিচারক। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ওই রিপোর্ট দিতে হবে বলেও সাফ জানিয়েছেন বিচারক।
আদালতের নির্দেশ, এই বিষয়ে কুন্তল এবং অন্যদের জেরা করতে পারবে পুলিশ এবং সিবিআই। কুন্তলের অভিযোগ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, নিজের অভিযোগ জেলা জজের কাছে জানাতে পারবেন কুন্তল ঘোষ। এরপর সোমবার আলিপুর বিশেষ আদালতে তাকে হাজির করানো হলে নিজের ঘরে ডেকে সমস্ত অভিযোগ শোনেন বিচারক।
আরও পড়ুন: TET পাশদের জন্য সুখবর! ‘এই’ সময় থেকে শুরু হচ্ছে নিয়োগ, জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি
প্রসঙ্গত, কুন্তলের অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতির তদন্তে যখন ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি করছিল তখন তার উপর ‘শারীরিক নির্যাতন’ করা হয়। মূলত ইডির দুই আধিকারিক এবং সিবিআইয়ের এক ডিআইজি পদমর্যাদার আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জেলবন্দি কুন্তল ঘোষ।
আরও পড়ুন: নিজের নাকতলার বাড়িতে কি কাজ করতেন পার্থ চট্টোপাধ্যায়? আদালতে ফাঁস করল CBI
সোমবার কুন্তলের অভিযোগ শোনার পর বিচারকের নির্দেশ, কুন্তলের অভিযোগ নিয়ে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর, জয়েন্ট কমিশনার অপরাধ (লালবাজার গোয়েন্দা দফতর) রিপোর্ট জমা করবে। প্রয়োজনে কুন্তলের পরিবারের লোকজন ও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। জিজ্ঞাসাদ করা হতে পারে কুন্তল এবং তার স্ত্রী জয়শ্রী ঘোষকেও।