বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের, গ্রেফতার হয়েছেন অনেকে। এই মামলার সূত্রেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর!
অবশেষে ‘হ্যাঁ’ বলে দিলেন কালীঘাটের কাকু (Kalighater Kaku)!
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় জামিন পেলেও জেলমুক্তি হয়নি সুজয়কৃষ্ণর। সিবিআইয়ের ‘জালে’ বন্দি হতে হয়েছে তাঁকে। এখনও তাই জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটছে কাকুর। মাঝখানে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন হাসপাতালেও থাকতে হয়েছে তাঁকে। এবার শোনা যাচ্ছে, অবশেষে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল সিবিআই। সেই কারণে আদালতে সুজয়কৃষ্ণকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বারংবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এর আগে পাঁচবার সেই হাজিরা এড়িয়ে যান কালীঘাটের কাকু। অবশেষে ষষ্ঠবারে আদালতে উপস্থিত হলেন।
আরও পড়ুনঃ বিধানসভা থেকে গায়েব হুমায়ুন কবীরের ফোন! থানায় ছুটলেন TMC বিধায়ক! তারপর যা হল…
জানা যাচ্ছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারকের উপস্থিতিতে আজই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। সিবিআইয়ের (CBI) তরফ থেকে আজ এই নমুনা সংগ্রহ করা হবে। সেই কারণে সশরীরে আদালতে উপস্থিত হয়েছেন সুজয়কৃষ্ণ। এরপর সেই নমুনার সঙ্গে নিজেদের কাছে থাকা নমুনা মিলিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর ওপর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত অনেকাংশে দাঁড়িয়ে আছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সিবিআইয়ের আগে ইডির তরফ থেকেও কালীঘাটের কাকুর (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই সময়ও কেন্দ্রীয় এজেন্সিকে ঝক্কি পোহাতে হয়েছিল। এবার সিবিআইয়ের ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি হল। শারীরিক অসুস্থতার জন্য পাঁচ বার হাজিরা এড়ানোর পর এদিন আদালতে সশরীরে উপস্থিত হলেন কাকু। এবার মঙ্গলে সিবিআইয়ের ‘মঙ্গল’ হয় কিনা সেটাই দেখার।