জীবনকৃষ্ণর ফোনের সব তথ্য উদ্ধার করল CBI, যা উঠে এল তাতে শোরগোল রাজ্যে! এবার কার ডাক?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) বড় মোড়। আপনাদের হয়তো মনে আছে বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) কীর্তির কথা। কিভাবে ফন্দি এঁটে সিবিআই তদন্ত চলাকালীনই তিনি তার দুটি ফোন পুকুরের জলে ভাসিয়ে দেন। বহু প্রচেষ্টার পর সেই ফোন উদ্ধার করেছিল সিবিআই (CBI)। আর এবার সেই ফোনের তথ্যও এল তদন্তকারীদের হাতে। মহা বিপদে শাসকদলের বিধায়ক।

জানা গিয়েছে বিধায়কের ফোনে একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলেছে, যার ওপর ভিত্তি করে এবার জেলে গিয়ে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তদন্তকারী সূত্রে খবর, বিধায়কের দুটি ফোন থেকে প্রায় সাড়ে ৩০০ পাতার তথ্য মিলেছে। উদ্ধার করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট ও কয়েকশো অডিও ক্লিপ। যে গুলোতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কথোপকথন হয়েছে বলে জানা গেছে।

jiban krishna saha tmc

সিবিআই সূত্রে আরও দাবি, নিয়োগ ছাড়াও তার ফোন গুলি থেকে কয়েক জনের নাম সামনে এসেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে যার ফলে গোটা নিয়োগ মামলার মোড় ঘুরে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। এই কারণেই এসব তথ্যর ভিত্তিতে সরাসরি জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

প্রসঙ্গত, গত মাসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছয় সিবিআই এর টিম। তার বাড়িতে তল্লাশি চলাকালীনই অসুস্থতার অজুহাতে শৌচালয়ে যাওয়ার নাম করে নিজের দুটি ফোন পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন তিনি। প্রায় দুদিন ধরে সেই পুকুরে তন্নতন্ন করে খুঁজে মোবাইল উদ্ধার করে সিবিআই। এরপরই গ্রেফতার করা হয় বিধায়ককে।

প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করেন জীবনকৃষ্ণ। পাশাপাশি দল অবশ্যই তার পাশে আছে বলেও মন্তব্য করেন তিনি। সেই সময় বিধায়ক বলেছিলেন, ”আমি যখন কোনও অন্যা

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর