বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam) এই রাজ্যের হাইপ্রোফাইল মামলাগুলির মধ্যে অন্যতম। এতে নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। সোমবার এই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। সেই সময়ই বিচারকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন মানিক।
ভরা এজলাসেই মানিককে ধমক বিচারকের (Recruitment Scam)!
জানা যাচ্ছে, এদিন চার্জ গঠনের সময় বিচারকের সঙ্গে মানিকের কিছুটা কথা কাটাকাটি হয়। ধমক দিয়ে বিচারক বলেন, চুপ করে বসুন, নাহলে এজলাস থেকে বের করে দেব। যদিও কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল সেটা এখনও জানা যায়নি।
এদিকে দীর্ঘ টানাপড়েন শেষে আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ইডির মামলায় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। হাসপাতাল থেকে ভার্চুয়ালি হাজিরা দেন তিনি। দোষী নাকি নির্দোষ? ‘কাকু’র কাছে এদিন জানতে চান বিচারক। জবাবে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। সেই সঙ্গেই প্রশ্ন করেন, ‘আমি টাকা নিয়েছি কে বলল?’
আরও পড়ুনঃ মারধর করেছে বাংলাদেশ! রাজ্যে ফেরত মৎসজীবীদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা মমতার
উত্তরে বিচারক ‘কাকু’কে বলেন, ‘এজেন্সির কাছে সম্পূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। যা তথ্যপ্রমাণ রয়েছে তাতে বোঝা যাচ্ছে সকলের বিরুদ্ধে চার্জ গঠন করা সম্ভব। সুজয়বাবু, আপনার বিরুদ্ধে বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই কাজের জন্য পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্যদের সঙ্গে জড়িত ছিলেন’।
বিচারক আরও বলেন, ‘অবৈধভাবে আপনি চাকরি পাইয়ে দিয়েছেন। আপনি লিপস অ্যান্ড বাউন্ডসের একজন বড় কর্মকর্তা ছিলেন। দুর্নীতির টাকা থেকে উপার্জন করেছেন। লুকিয়ে রাখার কাজ করেছেন। আমার মনে হয়েছে, আপনি অবৈধভাবে রোজগারের কাজে জড়িত ছিলেন। সেই জন্য আপনার বিরুদ্ধে পিএমএলএ আইনের ৪ ধারায় চার্জ গঠন করা হচ্ছে’।
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত হলেন কালীঘাটের কাকু। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা যাচ্ছে, এদিন আদালতে তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই সঙ্গেই সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।