বাংলা হান্ট ডেস্কঃ যতই দিন যাচ্ছে ততই নিত্য-নতুন তথ্য উঠে আসছে বঙ্গের নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে। এবার সামনে আরেক কাণ্ড। এ যে কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে! নিয়োগ দুর্নীতির তদন্তে তাপস মণ্ডলের (Tapas Mondal) পর এবার হাজির তাপস মিশ্র (Tapas Mishra)। সূত্রের খবর, শিক্ষক কেলেঙ্কারির ‘মিসিং লিঙ্ক’ হিসাবে সামনে এসেছে এই ব্যক্তির নাম।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কুন্তলের কাছ থেকে টাকা কিভাবে কোথায় পৌঁছতো, কাদের হাত ছিল, সেসব খতিয়ে দেখতে গিয়েই উঠে এসেছে তাপস মিশ্রের নাম। জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি জেলার বাসিন্দা এই তাপস। আপাতত এই তাপস টু কে নিয়েই জোর চৰ্চা।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তাপস মণ্ডলের। বর্তমানে নিয়োগ দুর্নীতির অন্যান্য অভিযুক্তদের মতোই জেল বন্দি তিনি। আর এরই মধ্যে খবর মিলেছে, প্রথমে এই ধৃত তাপস মণ্ডলেরই কর্মী ছিলেন তাপস মিশ্র। মহিষবাথানের অফিসে কাজ করতেন তিনি।
ইডি সূত্রে খবর, পরবর্তীতে এই তাপস মিশ্রকে কাজে লাগিয়ে চলতো টাকা-পয়সার লেনদেন। এই তাপস মিশ্রকেই তাপস মণ্ডল নিয়োগ দুর্নীতির আরেক অভিযুক্ত প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের কাছে পাঠিয়ে দেন। যার মানে গিয়ে দাঁড়ালো, এই মিশ্রকে কুন্তলের কাছে থেকে টাকা পয়সা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনোর দায়িত্ব দেওয়া হয়েছিল।
নিয়োগ দুর্নীতিতে এই তাপস মিশ্রর নাম আসার পর থেকেই তার মরিয়া খোঁজ চালাচ্ছে দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। তবে আপাতত বেপাত্তা মিশ্র। অন্যদিকে সূত্রের খবর, তাপস মণ্ডল ও তাপস মিশ্রের ‘মা দূর্গা ইলেকট্রনিক্স’ নামে একটি জয়েন্ট কোম্পানি ছিল। গোয়েন্দাদের দাবি এই কোম্পানির মারফত প্রচুর টাকা নয়ছয় হয়েছে। এবার নিয়োগ দুর্নীতির সাথে এই কোম্পানিরও যোগ আছে কী না সেই খোঁজও চালাচ্ছে তদন্তকারী সংস্থা।