নিয়োগ দুর্নীতিতে ব্যান্ডেলে তল্লাশি অভিযান ED-র! মিলল বিপুল সম্পত্তির খোঁজ, রয়েছে শান্তনু যোগ?

বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন নতুন মোড় নিচ্ছে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে বহুদিন জেলবন্দি তৃণমূলের বহিষ্কৃত হুগলীর যুবনেতা কুন্তল ঘোষ। অন্যদিকে, গত সপ্তাহে ইডির হাতে গ্রেফতার হয়েছে হুগলীর আরেক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee)। শান্তনুকে গ্রেফতারের পর থেকে একে একে বিপুল পরিমান সম্পত্তির হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। যা দেখে হতবাক সকলে। এবার দুর্নীততে জড়িত সম্পত্তির কিনারা করতে শনিবার সকালে ব্যান্ডেলে একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি (ED)।

সূত্রের খবর, এদিন সকালে ব্যান্ডেলের বালিমোড়ের কাছে একটি বাড়ি সহ বলাগড় এবং ব্যান্ডেল চার্চের কাছে কিছু জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এই জায়গাগুলির সঙ্গে ধৃত শান্তনু বন্দোপাধ্যায়ের যোগ রয়েছে। তবে এসব বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি ডিরেক্টরেট তরফে।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে শান্তনু গ্রেফতারের পরই তার বিপুল পরিমান সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। সংস্থা সূত্রে দাবি, এক সপ্তাহেই তল্লাশি চালিয়ে শান্তনুর ২০টি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে । যার বাজার মূল্য প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা। পাশাপাশি ইতিমধ্যেই শান্তনুর ২৫টি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে, যেগুলোতে দেড় কোটি টাকা ছিল বলে দাবি তদন্তকারীদের।

ed

অন্যদিকে, শান্তনুর পাশাপাশি নিয়োগ দুর্নীতির আরেক অভিযুক্ত কুন্তল ঘোষের ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নিজের নাম ছাড়াও স্ত্রী ও পরিবারের সদস্যদের নামেও বিপুল সম্পত্তি কিনেছেন শান্তনু। তিনি ব্যান্ডেলে বালিমোড়ের কাছে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ সহ একটি বিশাল বাড়ি কেনেন বলে খবর। জানা গিয়েছে, আজ সকালে সেই বাড়িতেই হানা দিয়েছিল ইডির দল।

কিছুদিন আগে নিজের ওপরে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে শান্তনু দাবি করেছেন যে নিয়োগ দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ কুন্তল। অন্যদিকে, ইডির দাবি জেরায় শান্তনু বলেছেন এক ‘প্রভাবশালী’র কথায় কাজ করতেন তিনি। তবে কোন প্রভাবশালীর কথা বলেছেন নেতা? কার হাত রয়েছে বিপুল দুর্নীতির পেছনে? এই প্রশ্নের রহস্যভেদ করতেই মরিয়া ইডি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর