ঘুরে যাবে তদন্তের মোড়! নিয়োগ দুর্নীতি মামলায় এমন ব্যক্তিকে তলব করল ED, চোখ কপালে সবার

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় নয়া মোড়। বহুবার জিজ্ঞাসাবাদ ও গত শনিবার ঘন্টার পর ঘন্টা টানা চিরুনি তল্লাশির পর এবার সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’কে নোটিস(Notice) পাঠাল তদন্তকারী সংস্থা ইডি (ED)।

সূত্রের খবর, আগামী সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তলব করা হয়েছে বিগত কিছুমাস ধরে চর্চিত এই কাকুকে। জানা গিয়েছে সুজয়কৃষ্ণর হদিশ পাওয়া ৩টি কোম্পানি সংক্রান্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

sujay 2

শনিবার সাত সকালে সুজয়কৃষ্ণের বাড়িতে হানা দেয় ইডি। ঘটনাচক্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেদিনই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল আরেক তদন্তকারী সংস্থা সিবিআই। দীর্ঘ সময় ধরে বেহালায় কালীঘাটের কাকুর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি।

তল্লাশির পাশাপাশি কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল সুজয়কৃষ্ণকে। আর এক সপ্তাহ না গড়াতেই এবার তাকে তলব করল তদন্তকারী সংস্থা। সূত্রের খবর আগামী ৩০ মে সংস্থার দফতরে তাকে ডেকে পাঠিয়েছে ইডি।

প্রসঙ্গত, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের প্রাক্তন কর্মী এই সুজয়কৃষ্ণ। অভিষেককে মালিক বলেই সম্বোধন করেন তিনি। গত সপ্তাহে তল্লাশির সময় বেহালার বাড়ি থেকে সুজয়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। জানা গিয়েছে, সেই মোবাইল থেকেই বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। যার ওপর ভিত্তি করেই সুজয়বাবুকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্রে ‘কালীঘাটের কাকু’র কথা উঠে এসেছিল। এরপর ‘কালীঘাটের কাকু’কে দু’বার তলব করেছিল সিবিআই। সেই সময় একবার নিজে হাজিরা দিয়ে পরের বার আইনজীবীকে দিয়ে কিছু নথি পাঠিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার সিবিআই নয়, তার ডাক পড়ল ইডি তরফে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X